মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ডিসমগ্র শিক্ষা মিশনের আওতায় আজ বিদ্যালয়গুলিতে আরম্ভ হল সপ্তাহব্যাপী পরিবেশ প্রকল্প, যাতে যুক্ত থাকলেন প্রধানশিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীরা। কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আজ পার্শ্ববর্তী দামোদর নদ পরিদর্শনের মাধ্যমে নিবিড় প্রকৃতিপাঠে ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন শিক্ষক বাসুদেব মণ্ডল, দীপ্তসুন্দর মুখোপাধ্যায়, শিক্ষিকা সুনীতা সাহা, টুসু সরকার, সুশ্বেতা সাহা এবং অন্যান্যরা। নদীর ভৌগোলিক ব্যাপ্তি নিয়ে, বহুবিচিত্র উদ্ভিদরাজি নিয়ে ছাত্রছাত্রীরা জানল তাঁদের কাছে। সায়রপাড়া নামের গ্রামটিতে গ্রামীণদের সঙ্গে কথায় কথায় বর্ষা, সুরজ, মৌসুমী, সোহিনী, চিরশ্রী, মুনমুনরা জানল অনেক অজানা কথা যা বইতে জানা যায় না, জানতে হয় কৃষিজীবীদের নিত্যদিনের কাজেকর্মে। প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, পরিবেশমুখিনতা আজকের পড়ুয়াদের প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। এমনিতেই এই বিদ্যালয় প্রকৃতি মায়ের কোলে গড়ে উঠেছে। আমাদের ছাত্রছাত্রীরা তুলনামূলকভাবে অনেক বেশি গাছ চেনে আর তার ব্যবহার করতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct