নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: টানা ৪২ দিন গরমের ছুটি থাকার পর সোমবার থেকে খুলেছে স্কুল। যদিও ক্লাস শুরু হবে আরও ৭ দিন পর। অর্থাৎ জুনের ১০ তারিখ থেকে শ্রেণিকক্ষে পঠন-পাঠনে অংশ নেবে ছাত্র ছাত্রীরা। তবে খুদেরা জানে না কবে থেকে স্কুলে যেতে হবে। তাই আয়ের পথে নেমেছে খুদেরা। প্রচন্ড রৌদ্রে রাস্তার ধারে তালশাঁস বিক্রি করতে দেখা গেল কয়েকজন খুদেকে। এমনই চিত্র ধরা পড়েছে হরিশ্চন্দ্রপুর থানার ছত্রক গ্রামে। লম্বা ছুটি থাকার ফলে ছাত্রদের একাংশ কেউ গ্রামে গ্রামে ঘুরে দিনভর আইসক্রিম বিক্রি করছে। কেউ আবার বিভিন্ন কারখানায় ও মোটরবাইক সারানোর গ্যারাজে কাজ করছে। ফলে স্কুলছুটের সংখ্যা বাড়বে বলেও আশঙ্কা করছেন শিক্ষকদের একাংশ। তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সূর্য মন্ডল,সপ্তম শ্রেণির ছাত্র মঙ্গল শর্মা ও ষষ্ঠ শ্রেণির ছাত্র শিবা শর্মাকে সোমবার গ্রামে রাস্তার ধারে বসে গরমে তাল শাঁস বিক্রি করতে দেখা গেল। শিবা বলেন, কবে থেকে স্কুল খুলবে আমি যানি না। তবে পাড়ার বন্ধুদের স্কুল যেতে যেদিন দেখব সেদিন থেকে আমিও স্কুলে যাব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই গ্রামের ৯০ শতাংশ মানুষ দিনমজুর করে সংসার চালান। নিজেদের পড়াশোনার খরচ জোগাড় করতে ছুটিতে তারা এই আয়ের পথে নেমেছে। সূর্য মন্ডলের বাবা মনোজ মন্ডল বলেন, আমি দিনমজুর করে সংসার লালন পালন করি। সংসারের খরচ জোগাড়ের পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাড় করতে হিমসিম খেতে হয়। তাই ছেলে পড়াশোনার খরচ জোগাড় করতে এই তাল শাঁস বিক্রি করছে। তবে স্কুল খুললে ছেলে পড়াশোনা করতে স্কুলে যাবে। শিবা শর্মার বাবা গণেশ শর্মা বলেন,অভাবের সংসার। এখন স্কুল বন্ধ। ছেলে যা রোজগার করছে তা দিয়ে সংসারের অভাব কিছুটা মিটছে। প্রাইমারি স্কুল শিক্ষক জামিল আক্তার বলেন, দীর্ঘদিন ধরে স্কুল,মাদ্রাসা ছুটি থাকার ফলে অনেক পড়ুয়া স্কুল বিমুখ হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামগঞ্জের ছেলে-মেয়েদের পঠনপাঠন ব্যাহত হচ্ছে। পড়ুয়াদের অনেকে আয়ের পিছনে ছুটছে। এর ফলে স্কুলছুট হওয়ার প্রবণতা বাড়ছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে স্কুলে নিয়ে আসার চেষ্টা করে চলেছি। এ নিয়ে সরকারের ভাবা উচিত। তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রপাল বলেন, সরকারি ঘোষণায় স্কুল ছুটি ছিল। সোমবার থেকে স্কুল খুলেছে। ১০ জুন থেকে পঠন পাঠন শুরু হবে। ছাত্রছাত্রীরা যাতে স্কুলছুট না হয়ে পড়ে সেদিকে আমরা নজর রাখছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct