সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: বুধবার আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হল সুন্দরবনের বাসন্তী ব্লকের শিবগঞ্জে।চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে বিভিন্ন গ্রামের ৫০০ অধিক মানুষজন উপস্থিত ছিলেন।সুন্দরবন কে বাঁচানো,জীব বৈচিত্র,বন্যপ্রাণ রক্ষা ও দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে শপথ নিয়ে এবং সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আশ্রমের কচিকাঁচারা বৃক্ষ রোপণের সংকল্প নিয়ে ‘সৃজন’ নামক একটি নাটকের মধ্যদিয়ে সাধারণ মানুষজনদের কে সচেতন করে। অনুষ্ঠান শেষে সমাজসেবী তথা শিক্ষরত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক অমল নায়েক ২০০ টি আমের চারা গাছ গ্রামবাসীদের হাতে তুলে দেয়। অমল বাবু জানিয়েছেন, বিভিন্ন উপায়ে সচেতন করার পাশাপাশি বৃক্ষ রোপণ জরুরী। না হলে সুন্দরবন কে রক্ষা যাবে না। ফলে সুন্দরবন কে রক্ষা করার স্বার্থে সকল কে এগিয়ে আসতে হবে এবং সেটা খুব জরুরী ভিত্তিতে।’উল্লেখ্য বিভিন্ন ভাবে প্রাকৃতিক পরিবেশের উপর ঘাত প্রতিঘাত এর ফলে অবক্ষয় হতে শুরু করেছে প্রাকৃতিক পরিবেশ।প্রাকৃতিক পরিবেশ কে স্বচ্ছ সবুজ সুন্দর গড়ে তোলার আহ্বান জানিয়ে বিশ্ব দরবারে ১৯৭২ সালে ইউনেস্কোয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই পৃথিবীতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রাখার জন্য জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেনতেন প্রকারে বাঁচাতেই হবে।অবশেষে দীর্ঘ দুবছর পর ইউনেস্কো ১৯৭৪ সালে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করে। সেই থেকেই প্রাকৃতিক পরিবেশ রক্ষার কর্মসূচী অনুয়ায়ী বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বের বৃহত্তম বাদাবন-জঙ্গল সুন্দরবনকে রক্ষা করাও অত্যন্ত জরুরী।সুন্দরবন শুধুমাত্র বাংলা কিংবা ভারতবর্ষের আলোচ্য বিষয় নয়। সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় সমগ্র বিশ্বে এক অন্যতম আলোচ্য বিষয়।১৯৮৪ সালের ৪ ঠা মে জাতীয় অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি লাভ করে বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct