আপনজন ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ার জারি করার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। বুধবার (৫ জুন) সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসের বিরোধিতা সত্ত্বেও ৪২ জন ডেমোক্র্যাটদের যোগদানে ২৪৭-১৫৫ ভোটে বিলটি পাস হয়েছে। কোনো রিপাবলিকানই ‘না’ ভোট দেননি। তবে দুই কর্মকর্তা ভোটদানে বিরত ছিলেন।বিলে বলা হয়েছে, আইসিসির যেসব কর্মকর্তা এই মামলার সাথে জড়িত, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া হবে। যুক্তরাষ্ট্রে বর্তমানে তাদের যে কোনো ভিসা প্রত্যাহার এবং দেশের ভেতরে তাদের যে কোনো সম্পত্তি লেনদেনে নিষেধাজ্ঞা দেয়া হবে। এটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করে। এই বিলটি আইনে পরিণত করার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তবে আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যেই দেশটির এমন পদক্ষেপ ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থনকেই প্রকাশ করছে।
এর আগে গত মাসে আইসিসি প্রসিকিউটর করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ, ইয়াহিয়া সিনওয়ারসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলেন।এক বিবৃতিতে করিম খানের দফতর জানিয়েছে, নেতানিয়াহু এবং গ্যালান্ট ফিলিস্তিনের ভূখণ্ডে, বিশেষ করে গাজা উপত্যকায় গত ৮ অক্টোবর থেকে সংঘটিত ‘যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ’ এর জন্য দায় বহন করেন। একই সঙ্গে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার জন্য হামাসের তিন নেতা- ইসমাইল হানিয়াহ, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করা হয়েছে।এখন হামাস ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয় বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল। মূলত করিম খানের অফিসের উপস্থাপিত প্রমাণগুলো মূল্যায়ন করবেন তারা। এদিকে করিম খানের ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরই এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও হুমকি দিয়েছিলেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত-নির্বিশেষে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct