আপনজন ডেস্ক: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-২০২৪ এ প্রথম স্থান অধিকার করেছেন ৬৭জন। তার মধ্যে সাতজন মুসলিম স্থান করে নিয়েছেন। এই সাত মুসলিমের মধ্যে চারজন ছাত্রী ও তিনজন ছাত্র। নিট-২০২৪ এ প্রথম স্থানে থাকা সাতজন মুসলিম হলেন: সৈয়দ আরিফিন ইউসুফ এম (তামিলনাড়ু), মুজিন মনসুর (বিহার), চাঁদ মালিক (ত্রিপুরা), কাকশান পারভীন (ঝাড়খণ্ড), উমাইমা মালবাড়ি (মহারাষ্ট্র), আমনা আরিফ কাদিওয়ালা (মহারাষ্ট্র), ইরাম কাজী (রাজস্থান)।উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অযোজিত ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ২০২৪ এর ফল প্রকাশিত হয়েছে ৫ জুন।মোট ২৪,০৬,০৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছিল, যার মধ্যে ২৩,৩৩,২৯৭ জন উপস্থিত হয়েছিল।ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ২৪ লক্ষেরও বেশি প্রার্থীদের জন্য গত ৫ মে নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল।এবারে ৬৭জন পরীক্ষার্থী ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পাওয়ায় রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রথম হওয়া ৬৭জনের মধ্যে স্থান পাওয়া সাতজন মুসলিসের অন্যতম মুম্বাইয়ের যোগেশ্বরীর মদনি হাই স্কুলের ছাত্রী আমিনা আরিফ কাদিওয়ালা। কাদিওয়ালা উর্দুতে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। প্রাথমিকভাবে, এটি তার জন্য একটি চ্যালেঞ্জ ছিল কারণ তিনি ইংরেজিতে দুর্বল ছিলেন, তবে ধীরে ধীরে তিনি ভাষাটি শিখেছিলেন এবং নিট পরীক্ষায় সফল হয়েছেন। আমিনা চান দিল্লি এইমসে ভর্তি হয়ে তার এমবিবিএস পাঠ শুরু করা। এই নতুন যাত্রায় ভাল রেজাল্ট করে ডাক্তার হয়ে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ আমিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct