আপনজন ডেস্ক: এবছর নিট-এর সাফল্যে আল-আমীন মিশন পরিবার ভীষণ ভাবে উচ্ছ্বসিত, সফল সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন আল-আমীন মিশনের প্রধান এম নুরুল ইসলাম। প্রতিবছরের মতো এবছরও সফল প্রথম সারির শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন আল-আমীন মিশনের প্রধান নুরুল ইসলাম। তবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে এই উচ্ছ্বাস কিছুটা ব্যতিক্রমী।বিশেষ এই অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময়ের সময় ছাত্র-ছাত্রীদের দৃষ্টান্তমূলক সাফল্য স্মরণ করে আবেগে চাপা কান্নায় চোখের কোনটা চিকচিক করে ওঠে এম নুরুল ইসলাম থেকে শুরু করে, সুপারিনটেন্ডেন্ট মারুফ আজম সহ হাফিজুর রহমান, দিলদার, আলমগীর, মহসীন সকলেরই।সফলদের সামনে পেয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আল-আমীন মিশনের প্রধান নুরুল ইসলাম। প্রতিষ্ঠানের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে নুরুল সাহেব বলেন 'ঈদের আগে আরও একটি খুশির দিন আজ ৷' ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিন চলার পথ নির্দেশিকা দেওয়ার পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন কেউই যেন সমাজের প্রতি দায়িত্ব-কর্তব্যের কথা না ভুলে যাই। হবু ডাক্তারদের দেবী শেট্টির মতো স্বনামধন্য ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার পরামর্শ দেন। আল আমীনের উজ্জ্বল সাফল্যে অত্যন্ত খুশি নূরুল ইসলাম। এম নুরুল ইসলাম জানান, আল আমীনের ইতিহাসে সরকারিভাবে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা এ বছরই সবথেকে বেশি তাই সফল সকল ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ সফল সকল ছাত্র-ছাত্রীদের কবুল করুন, ওরা যেন দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে। তিনি আরও বলেন ছাত্রছাত্রীরা পরিশ্রম করেছে, সাধনা করেছে, সেজন্যেই সাফল্য পেয়েছে।প্রশিক্ষক শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের নিরলস প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।নুরুল ইসলাম আরও জানান, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি অবধি আল আমীন মিশনের প্রায় ৭২ টি ক্যাম্পাস আছে। দ্বাদশ শ্রেণির ক্যম্পাস থেকে নিট প্রশিক্ষণের পর তারা সাফল্য পেয়ে আসছে তেমনি চলতি বছরের ছাত্রছাত্রীরাও সাফল্য পাচ্ছে। এ বছর বেশি সাফল্য পাওয়া গেছে। তাদেরকে একেবারে একাদশ শ্রেণি থেকেই তৈরি করা হয়েছে। ধারাবাহিকভাবে তাদের এই সাফল্য। আগামীতে আরও বেশি সাফল্য পাবে বলে আশা রাখেন নুরুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct