আপনজন ডেস্ক: ভোট গণনার শুরু থেকে পশ্চিমবঙ্গে তৃণশূলের দাপট লক্ষণীয়। সব বুথ ফেরত সমীক্ষাকে পিছনে ফেলে তৃণমূল অসম্ভব গতিতে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে, অস্তিত্ব রক্ষার সংকটে কগ্রেস, সিপিএম। যদিও ময়দানে রয়েছে আইএসএফও।
তৃণমূল সিপিএম জোট এবারে নির্বাচনে বিধানসভার জোট সঙ্গী আইএএসএফকে সঙ্গে নেয়নি। ফলে লোকসভা নির্বাচনে একাই লড়ছে আইএসএফ।
বুথ ফেরত সমীক্ষায় ময়দানে কংগ্রেস সিপিএম জোটকে তৃতীয় শক্তি হিসেবে দেখানো হয়েছিল। যদিও সন্দেহ নেই রাজ্যে লোকসভার ভোটে সামগ্রিকভাবে তৃতীয় স্থানে থাকবে কংগ্রেস সিপিএম জোট।
তবে, লোকসভা নির্বাচনে প্রথম বার নির্বাচনে নেমে বেশ কয়েকটি আসনে আপাতত তৃতীয় স্থান দখল করে নিয়েছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ। আইএসএফ আসন সমঝোতার ক্ষেত্রে বনিবনা না হওয়ায় সিপিএমের সঙ্গে জোটে যায়নি। ফলে, তারা একলা চলো রে নীতি নিয়েছে। কিন্তু এবারের প্রথম বার লোকসভা নির্বাচনে নেমে বেশ কয়েকটি আসনে আপাতত তৃতীয় স্থানে থেকে চমকে দিচ্ছে।
নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে, যে চারটি আসনে কংগ্রেস সিপিএম জোটকে পিছনে ফেলে আইএসএফ তৃতীয় স্থান দখল করে নিয়েছে সেই চারটি আসন হল বসিরহাট, বারাসত, জয়নগর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র।
এই চার আইএসএফ প্রার্থীর মধ্যে মাত্র একজন মুসলিম। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম পেয়েছেন ৮০৩৭৬২টি ভোট। দ্বিতীয় স্থানে বিজেপির রেখা পাত্র পেয়েছেন ৪৭০২১৫টি ভোট। আর সিপিএম প্রার্থীকে পিছনে তৃতীয় স্থানে উঠে এসেছেন আইএসএফ প্রার্থী আখতারুল ইসলাম বিশ্বাস। আখতারুল ইসলাম বিশ্বাস পেয়েছেন ১২৩৫০০টি ভোট, যেখানে সিপিএম প্রার্থী নিরাপদ সরদার আইএসএফের তুলানায় প্রায় অর্ধেক ভোট পেয়েছেন। তার ভোটপ্রাপ্তি ৭৭৮৯৯টি ভোট।
বারাসত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডা. কাকলি ঘোষ দস্তিদার ৬৯২০১০ ভোট পেয়েছেন । সেখানে দ্বিতীয় স্থানে বিজেপির স্বপন মজুমদার। আর তৃতীয় স্থানে আইএসএফের তাপস ব্যানার্জি। তাপস ব্যানার্জি ১২১৪৪০ ভোট পেলেও ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চ্যাটার্জি আইএসএফের তুলনায় প্রায় অর্ধেক ভোট পেয়েছেন। সঞ্জীব চ্যাটার্জি পেয়েছেন মাত্র ১০০০০০ ভোট।
জয়নগর (তপ) লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল ভোট পেয়েছেন ৮৯৪৩১২টি। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির অশোক কাণ্ডারি পেয়েছেন ৪২৪০৯৩টি ভোট।
আর তৃতীয় স্থান বামেদের থেকে ছিনিয়ে নিয়েছেন আইএসএফের প্রার্থী মেঘনাথ হালদার। মেঘনাথ হালদার ৬৫৩৭২টি ভোট পেয়েছে। আর আরএসপি প্রার্থী পেয়েছেন মাত্র ৪০১১৩টি ভোট।
মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার ৭৫৫৭৩১ ভোট পেয়ে অনেক এগিয়ে।
দ্বিতীয় বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। এই কেন্দ্রেও সিপিএম প্রার্থী শরৎ চন্দ্র হালদারকে পিছিনে ফেলে তৃতীয় স্থান দখল করে নিয়েছেন আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস। আইএসএফ প্রার্থী ৮৭৬০৬টি ভোট পেলেও সিপিএমে প্রার্থী পেয়েছেন ৬১১০০টি ভোট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct