বই
সারিউল ইসলাম
পৃথিবীতে সব চুরি হয়,
খুঁজি জিনিস কই?
যেটা কখনো হয়না চুরি, সেটার নাম বই।
বইয়ের পাতা পড়লে তবে
জ্ঞান বাড়বে তাই,
ওসব জিনিস ছেড়ে সবে
চুরি করবো আই।
বই পড়লে শিক্ষা হবে,
জাগবে দেশের প্রজা;
নিজের হক বুঝে নেবে,
গদি হারাবে রাজা।
মূর্খ প্রজা খাচ্ছে খাজা,
পড়ছে না সে বই!
নেশার জন্য আছে গাঁজা,
করছে না দেখে সই।
শিখতে হবে জানতে হবে,
পড়তে হবে বই;
জ্ঞানচক্ষু খুলবে তবে,
প্রশ্ন হবে কই!?
এসো বন্ধু তুমি-আমি
বই পড়বো বসে,
সম্পর্ক হবে দামী
থাকবো মিলেমিশে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct