এবার মহিলাদের হজ পালন করতে দরকার পড়বে না পুরুষ অভিভাবক। সৌদি সরকার সেই মর্মে নতুন ভিসা অপশন চালু করতে চলেছে। বর্তমানে মহিলাদের হজ পালন করতে একজন পুরুষ অভিভাবক থাকা জরুরি। হোক সে পুরুষ অভিভাবক তার সঙ্গে ভ্রমণ করবে অথবা সৌদিতে পৌঁছেও কেউ পুরুষ অভিভাবককে সঙ্গে নিতে পারে। অথবা ৪৫ বছরের বেশি কোন মহিলা পুরুষ অভিভাবক ছাড়া হজ পালনের সুযোগ আছে যদি সে কোন ট্যুর গ্রুপের সঙ্গে থাকে। ৪৫ উর্ধ্ব কোন মহিলার ক্ষেত্রে যদি সে কোন ট্যুর এজেন্সী, হজ এজেন্সী কিংবা ট্যুর গ্রুপের সদস্য হয় তবে তার পুরুষ অভিভাবক হতে পারে এমন কারো অনাপত্তিপত্র লাগবে। অন্যদিকে বর্তমানে সৌদি সরকার ভ্রমণ ও উমরাহ পালনের জন্য মহিলাদের একই ভিসা দেবে বলে ভাবছে।জানা গিয়েছে, হজ ও উমরাহ মন্ত্রণালয় দেশটির হজকেন্দ্রিক ব্যবসা ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে নারীদের ভ্রমণ ও হজ পালনের পথ সহজ করার কথা ভাবছে।