আপনজন ডেস্ক: প্রায়ই আমাদের ফোনে স্প্যাম মেসেজ আসে। এসব মেসেজ অনেক সময় বিপদের কারণও হতে পারে। এর কারণ, স্প্যাম মেসেজের মাধ্যমে হ্যাকার তথ্য চুরি করে। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই স্প্যাম মেসেজ বন্ধ করার কিছু ব্যবস্থা আছে অ্যানড্রয়েড এবং আইফোনে।
স্প্যাম মেসেজ বন্ধ করার উপায়-
অ্যানড্রয়েড ফোনে স্প্যাম মেসেজ বন্ধ করতে করণীয়-
১. মেসেজ অ্যাপে প্রবেশ করুন ও ওপরের ডান পাশে নিজের অ্যাকাউন্ট আইকোনের ট্যাপ করলে একটি মেনু আসবে।
২. মেনু থেকে মেসেজ সেটিংস অপশনে ট্যাপ করতে হবে।
৩. এরপর জেনারেল অপশন সিলেক্ট করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে স্প্যাম প্রোটেকশন অপশন চালু করুন।
৫. এরপর এনাবল স্প্যাম প্রোটেকশন অপশনের পাশে টগল বাটনটি চালু করুন। এর ফলে স্প্যাম মেসেজ আর ইনবক্সে আসবে না।
আইফোনে স্প্যাম মেসেজ বন্ধে করণীয়-
১. মেসেজ অ্যাপে প্রবেশ করুন ও এর সেটিংসে ট্যাপ করুন।
২. এরপর মেসেজেস অপশনে ট্যাপ করুন।
৩. মেসেজ মেনুতে নিচের দিকে স্ক্রল করে ফিল্টার আননোওন সেন্ডার খুঁজে বের করুন ও এরপাশের টগল বাটনটি অন করুন। এর ফলে যেসব ফোন নম্বর আপনার কন্টাক্ট তালিকায় সেভ করা নেই সেগুলো নিয়ে একটি আলাদা তালিকা তৈরি করবে আইফোন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct