এহসানুল হক, বসিরহাট, আপনজন: বসিরহাটের পানিগোবরা দরবার শরীফের শাহ সুফি আব্দুল আজিজ রহ. এর রুহানি দোওয়া প্রাপ্ত আজিজিয়া জিয়াউলিয়া বালিকা এতিমখানা অবস্থিত বসিরহাট দুই নম্বর ব্লকের পানিগোবরা এলাকায়। এদিন দুপুর একটা নাগাদ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবাহ অনুষ্ঠানে চারজন উপযুক্ত কন্যাকে বিয়ের ব্যবস্থা করা হয়। নাজাত এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনায় এদিন এতিম কন্যা তাজিনা খাতুন, ফেরদৌসী খাতুন, ইসমোতরা খাতুন ও উম্মে সালমা খাতুনদের সঙ্গে যথাক্রমে মোহাম্মদ শাহিনুর লস্কর, মোহাম্মদ আমিরুল আলি মন্ডল, মোহাম্মদ আল আমিন মন্ডল ও মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডলদের শাদী মোবারক। তাদের বিবাহ দিলেন প্রতিষ্ঠানের সম্পাদক পীরজাদা মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। এই বিবাহ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর ২৪ পরগনা জেলা ইমাম প্রতিনিধি ও আজিজিয়া ফাউন্ডেশন এর সম্পাদক মাওলানা হাসানুজ্জামান, মাওলানা আমিনুল আম্বিয়া, মাওলানা তাসিম বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবী হাজী মোজাম্মেল হক সহ একাধিক বিশিষ্টজনেরা। মাওলানা মাসুম বিল্লাহ সাহেব বলেন, এতিম কন্যাদের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র সহ উপযুক্ত বয়সে শিক্ষা শেষ হলে তাদের বিবাহের ব্যবস্থা করে থাকে। দাম্পত্য জীবনে সংসার নির্বাহের জন্য উপযুক্ত পাত্রের সঙ্গে তাদের যেমন নির্বাচন করে দেওয়া হয় তেমনি প্রত্যেক কন্যাকে হাতের কাজের প্রশিক্ষণ এর মাধ্যমে তাদেরকে গড়ে তোলা হয়। এদিন তিনি বলেন, এই পর্যন্ত সতেরোটি এতিম কন্যাকে যথোপযুক্ত শিক্ষাদানের পর তাদের শরীয়তি নিয়ম এবং মুসলিম আইন মেনে বিবাহ সম্পাদন করা হয়েছে। এদিন প্রত্যেক দম্পতিকে অলংকার ও আসবাবপত্র ইত্যাদি দেওয়া হয়। প্রত্যেক পাত্র-পাত্রীপক্ষের আত্মীয়-স্বজনরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের যথারীতি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১১০ জন বালিকা আবাসিকভাবে থেকে আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা পেয়ে থাকে। এতিম ছাত্রীরা বলেন, ছোট থেকেই আমরা এতিম, আমাদের মধ্যে কেউ কেউ বাবা হারিয়েছেন, আবার কেউ কেউ মা-বাবা দুজনকে হারিয়েছেন। সেই রকম ঘর থেকে উঠে এসে এই আজিজিয়া বালিকা এতিমখানায় আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকেই একটু একটু করে বেড়ে উঠে আঠারো বছর পেরিয়ে গেল। মাদ্রাসার হুজুরের যে শাসন পাশাপাশি মায়া মমতা দিয়ে আমাদেরকে বড় করেছিলেন আমরা আপ্লুত। শুধু মানুষ করাই নয়, বড় করার পরে আমাদের সংসার জীবনকে সুন্দর করতে সুন্দর ব্যবস্থা এ এক অতুলনীয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct