আপনজন ডেস্ক: পাকিস্তান দল টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছরের হজে তাদের রাজকীয় অতিথি করবে সৌদি আরব। আজ পাকিস্তান ক্রিকেট দলের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি। বাবর আজমের নেতৃত্বাধীন দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল আইডি থেকে প্রচারিত ভিডিওতে সৌদি রাষ্ট্রদূততে বলতে শোনা যায়, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের জন্য আমার বার্তা হচ্ছে, ইনশা আল্লাহ তোমরা টুর্নামেন্ট জিতবে। এবংপাকিস্তানের জনগণ ২০২৪ বিশ্বকাপে দলের সাফল্য উদ্যাপন করবে।’ ৩৯ সেকেন্ডের ভিডিও বার্তাটিতে পাকিস্তান দলের জন্য বিশ্বকাপে শুভকামনা জানিয়ে হজের নিমন্ত্রণকারী দেশ সৌদির রাষ্ট্রদূত বলেন, ‘আমি পাকিস্তানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছর পাকিস্তান দল হজে রাজকীয় অতিথি হবে।’ ২০০৭ সালে প্রথম আসরেই ফাইনাল খেলা পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ২০০৯ সালে গিয়ে, এরপর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি তারা। ২০২২ সালে সর্বশেষ আসরে তারা ফাইনালে খেলে। এবারের বিশ্বকাপে পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত, স্বাগতিক যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। পাঁচ দলের মধ্যে শীর্ষ দুটি দল সুপার এইটে উঠবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct