আপনজন ডেস্ক: কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলি রবিবার লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বারের জয়ের পূর্বাভাস দেওয়া বুথফেরত সমীক্ষাগুলিকে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে যে এই সমীক্ষাগুলি একটি ‘কল্পনা প্রসূত’ কাজ এবং বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ দেশের পরবর্তী সরকার গঠন করবে। বুথ ফেরত সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিরোধী দলগুলির নেতারা অভিযোগ করেন, এগুলি সরকারের নির্দেশে ‘নির্বাচনে কারচুপিকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা’ হিসাবে পরিচালিত হয়েছে। ৪ জুন ভোট গণনার আগে ইন্ডিয়া জোট কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির “মাইন্ড গেম” এর অংশ ছিল এই বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট বলে বিরোধীরা অভিযোগ করেন।প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এআইসিসি সদর দফতরে সাংবাদিকদের বলেন, এটাকে এক্সিট পোল বলা হচ্ছে না, এর নাম ‘মোদি মিডিয়া পোল’। এটা মোদিজির নির্বাচন, এটা তাঁর ফ্যান্টাসি পোল।ইন্ডিয়া জোট কত আসন পাবে, এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, আপনি কি (জনপ্রিয় গায়ক) সিধু মুসেওয়ালার গান ‘২৯৫’ শুনেছেন? তাই ২৯৫টি (আসন)। বিজেপি পাল্টা আক্রমণ করে বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা বলেছেন, রাহুল শৈশব থেকেই একটি “কল্পনার জগতে” বাস করছেন এবং বাস্তব বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তিনি সবকিছুকেই কল্পনা বলে মনে করেন। তাঁর কল্পনাই ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়েছিল। এবার তারা লোকসভা নির্বাচনে হারার হ্যাটট্রিক করতে চলেছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে বুথ ফেরত সমীক্ষা পূর্বাভাস বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং অভিযোগ করেছেন এগুলি দু’মাস আগে “বাড়িতে তৈরি” হয়েছিল। তাই এগুলির কোনও মূল্য নেই।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, বিজেডি নেতা ভি কে পান্ডিয়ান, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, এক্সিট পোলের কালানুক্রম বুঝুন। বিরোধীরা আগেই জানিয়েছিল, বিজেপিপন্থী সংবাদমাধ্যম বিজেপিকে ৩০০ আসন অতিক্রম করতে দেখাবে, যা জালিয়াতির সুযোগ তৈরি করবে। তিনি বলেন, আজকের বিজেপিপন্থী বুথফেরত সমীক্ষা তৈরি হয়েছিল বহু মাস আগে, চ্যানেলগুলি এখন তা প্রচার করেছে। এই এক্সিট পোলের মাধ্যমে মানুষের জনমতকে ধোঁকা দেওয়া হচ্ছে।জয়রাম রমেশ আরও বলেন, এটা রাজনৈতিক এক্সিট পোল, পেশাদার এক্সিট পোল নয়। ২০০৪ সালের বুথফেরত সমীক্ষায় বিজেপির জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু কংগ্রেস সরকার গঠন করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct