আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বলেছেন যে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ দু’মাস আগে এগুলি ‘বাড়িতে বসে তৈরি’ করা হয়েছিল।তৃণমূল সুপ্রিমো দাবি করেন, এই জাতীয় বুথ ফেরত সমীক্ষার কোনও মূল্য নেই, এবং সেগুলি দেখানোর জন্য সংবাদমাধ্যমের সমালোচনা করেন।মমতা এক বাংলা টিভি নিউজ চ্যানেলকে বলেন, আমরা দেখেছি ২০১৬, ২০১৯ এবং ২০২১ সালে কীভাবে এক্সিট পোল করা হয়েছিল। কোনও ভবিষ্যদ্বাণীই সত্য বলে প্রমাণিত হয়নি।তিনি বলেন, দু’মাস আগে কিছু লোক মিডিয়া ব্যবহারের জন্য বাড়িতে বসে এই এক্সিট পোল তৈরি করেছিল। এগুলোর কোনো মূল্য নেই। মমতা আরও বলেন, আমি কোনও নম্বরে যাব না। আমরা যেভাবে মাঠে-ঘাটে কাজ করেছি, আমি লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনও মনে হয়নি মানুষ আমাদের ভোট দেবে না।মমতা বলেন, তার সমাবেশগুলিতে জনগণের প্রতিক্রিয়া এক্সিট পোলের পূর্বাভাসকে সমর্থন করে না। তিনি অভিযোগ করেন, বিজেপি যেভাবে মেরুকরণের চেষ্টা করেছে এবং মিথ্যা তথ্য ছড়িয়েছে যে মুসলিমরা এসসি, এসটি এবং ওবিসিদের কোটা কেড়ে নিচ্ছে, আমার মনে হয় না মুসলিমরা বিজেপিকে ভোট দেবে। আর আমার মনে হয় সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপিকে সাহায্য করেছে।উল্লেখ্য, অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে, রাজ্যে তৃণমূলের থেকে বেশি আসন পাবে বিজেপি।ইন্ডিয়া জোটের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, অখিলেশ (যাদব), তেজস্বী (যাদব), স্ট্যালিন (এম কে স্ট্যালিন) এবং উদ্ধব (ঠাকরে) ভাল ফল করবে। আঞ্চলিক দলগুলি সব জায়গায় ভালো ফল করবে।পশ্চিমবঙ্গের সিপিএম ও কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কেন্দ্রে তাঁর যোগদানের সম্ভাবনায় প্রভাব ফেলবে কিনা প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএম হস্তক্ষেপ না করলে সর্বভারতীয় স্তরে কোনও বাধা থাকবে বলে আমার মনে হয় না। মমতা বলেন, দেখুন, প্রত্যেক আঞ্চলিক দলের নিজস্ব সম্মান আছে, সবার সঙ্গে কথা বলে নিমন্ত্রণ পেলে আমরা যাব। আমরা অন্যান্য আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নেব। কিন্তু আগে ভোটের ফল বেরোতে দিন।এদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন যে তাঁর দল পশ্চিমবঙ্গে কমপক্ষে ২৫টি আসন জিতবে, তবে তিনি ৩০টির কম আসনে সন্তুষ্ট হবেন না। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, এক্সিট পোলের পূর্বাভাসের উপর নির্ভর করা যায় না। তাঁর দাবি, তৃণমূলের বিরুদ্ধে জনরোষ বাড়লে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেখানেই হোক না কেন, লোকসভা ভোটে তৃণমূল ভাল ফল করতে পারবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct