আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের মথুরার শাহী ঈদগাহ বিতর্ক সংক্রান্ত মামলার গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট ফের শুনানির জন্য তা উন্মুক্ত করে দিয়েছে। মথুরার শাহি ঈদগাহ মসজিদের আইনজীবী মেহমুদ প্রচা এই বিষয়ে তাঁর শুনানির আবেদন করেন এবং আদালতের কার্যক্রমের ভিডিও রেকর্ডিংয়ের জন্য আবেদন জানান।বিচারপতি মায়াঙ্ক কুমার জৈন আগামী ৪ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর শুনানির দিন ধার্য করেছেন।গত ৩১ মে শাহী ঈদগাহ মসজিদ পরিচালনা কমিটির পক্ষে তাসনিম আহমাদি তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এর আগে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের তরফে আফজল আহমেদ ইতিমধ্যেই এই মামলায় তাঁর যুক্তিতর্ক শেষ করেছিলেন, যেখানে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে বিবাদী করা হয়েছে।এরপরই শাহি ইদগাহ মসজিদ পরিচালন কমিটির পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের বক্তব্য রাখেন আইনজীবী মেহমুদ প্রাচা। হিন্দু পক্ষের বাদী হরিশঙ্কর জৈন, রিনা এন সিং, সৌরভ তিওয়ারি এবং অন্যান্যদের আইনজীবীদেরও দীর্ঘ বক্তব্য শোনে আদালত। উপরোক্ত কার্যক্রম শেষে শুক্রবার উন্মুক্ত আদালতে বিচারপতি মায়াঙ্ক কুমার জৈন উভয় পক্ষের আইনজীবীকে জানান যে আদেশ সংরক্ষণ করা হচ্ছে।যাইহোক, যুক্তিতর্ক শেষ হওয়ার পরে এবং আদালতে আদেশটি সংরক্ষণ করার পরে, শাহী ঈদগাহ মসজিদের পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি আবেদন দায়ের করা হয়েছিল। তাতে বলা হয়, মামলার কার্যক্রমের ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণে অধিকার সুরক্ষিত হবে।আদালত উল্লেখ করেছে যে মেহমুদ প্রাচা বেশ কয়েকবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন এবং আদালতে ব্যক্তিগতভাবেও উপস্থিত ছিলেন। তাঁর কাছে এই বিষয়ে শুনানিতে অংশ নেওয়ার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।আদালত আরও স্পষ্ট করে বলেছে যে “যে কোনও আইনজীবী, যিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়ে হাজির হতে এবং তর্ক করতে চেয়েছিলেন, তাদের শ্রোতাদের অধিকার কখনই বাধাগ্রস্ত হয়নি কারণ ২২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হওয়া পুরো শুনানি মামলার পক্ষগুলির পাশাপাশি তাদের নিজ নিজ আইনজীবীদের উপস্থিতিতে পরিচালিত হয়েছিল”।তবে, স্বচ্ছতার নীতির কথা মাথায় রেখে আদালত মেহমুদ প্রাচার অনুরোধ গ্রহণ করে বলেছে, “তবে, ‘কেবল ন্যায়বিচার করা উচিত নয়, এটি অবশ্যই করা উচিত’ এবং এই বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচার করার জন্য, এই বাক্যাংশটি বিবেচনা করে এই আদালত মেহমুদ প্রাচা, অ্যাডভোকেটকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া উপযুক্ত বলে মনে করে।আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনও কারণেই হোক না কেন, তাঁকে আর কোনও সুযোগ দেওয়া হবে না।আদালতের রেজিস্ট্রিকে পক্ষগুলির আইনজীবী এবং সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে নির্ধারিত তারিখ সম্পর্কে তাৎ ক্ষণিকভাবে অবহিত করার নির্দেশ দিয়েছে, যাতে তারা নির্ধারিত তারিখে উপস্থিত হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct