জাইদুল হক, আপনজন: ২০২৪ লোকসভা নির্বাচনের শেষ তথা সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হল শনিবার। নির্বাচনী বিধি মেনে সন্ধ্যা সাড়ে ছটার পর থেকে বিভিন্ন টিভি চ্যানেলগুলি তাদের বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করতে শুরু করে দেয়। দেশের শীর্ষ টিভি চ্যানেল গুলি ভোট সমীক্ষকদের সহায়তায় যেসব সমীক্ষা প্রকাশ করেছে তাতে বিশেষভাবে নজর কেড়েছে পশ্চিমবঙ্গ। এই বুথ ফেরত সমীক্ষাগুলির মধ্যে একটি সংস্থা ছাড়া সবাই বলেছে বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পাচ্ছে। এবিপি-সি ভোটারের বুথ সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। ভোট হতে পারে ৪২.৫ শতাংশ। তৃণমূলের ২২ থেকে কমে হতে পারে ১৩-১৭টি আসন। নিউজ় ২৪ এবং চাণক্যের বুথফেরত সমীক্ষায় বাংলায় বিজেপি পেতে পারে ২৪টি আসন। তৃণমূল পেতে পারে ১৭টি আসন। রিপাবলিক বাংলা যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে তাতে পশ্চিমবাংলায় তৃণমূলকে ২০টি আসন আর বিজেপিকে ২২টি আসন দিয়েছে। কংগ্রেস বা সিপিএমের ঝুলিতে কোনও আসন রাখেনি। শুধুমাত্র টিভি-৯ তাদের সমীক্ষায় বলেছে, তৃণমূল পাবে ২৪টি আসন, বিজেপি পাবে ১৭টি আসন, আর কংগ্রেস পাবে ১টি আসন। সিপিএম কোনও আসন পাবে না। অন্যদিকে, সারা দেশভিত্তিক বুথ ফেরত সমীক্ষায় যে চিত্র দেখা যাচ্ছে তাতে বিজেপি জোট ক্ষমতায় আসছে। আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও বিজেপিকে অনেকটাই এগিয়ে রেখেছে। এই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হওয়ার পর জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বুথ ফেরত সমীক্ষা নিয়ে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ সংস্থা যেমন, আইএএনএস, পিটিআই সেই সঙ্গে সর্বভারতীয় নিউজ পোর্টাল গুলো সংবাদ শিরোনামে, আনছে পশ্চিমবঙ্গে তৃণমূল ব্যাকফুটে আর বিজেপির বাজিমাত। পিছিয়ে নেই ইংরেজি থেকে শুরু করে বাংলা টিভি চ্যানেলগুলো। ব্যতিক্রম শুধু টিভি-৯ বাংলা নিউজ চ্যানেল, যারাই একমাত্র তাদের বুথ ফেরত সমীক্ষা পশ্চিমবাংলায় তৃণমূলকে বিজেপির থেকে এগিয়ে রেখেছে। এমনকী কংগ্রেসকেও একটি আসন দিয়েছে। সেক্ষেত্রে আসন বিন্যাস নিয়ে নানা প্রশ্ন থেকে যাচ্ছে। সর্বোপরি মানুষের মনে সন্দেহ দানা বাঁধছে, আদৌ কি এবারের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা মিলে যাবে?এ বিষয়ে অতীতের বুথ ফেরত সমীক্ষা বলছে ভারতের অন্যান্য রাজ্যের বুথ ফেরত সমীক্ষার প্রায় অধিকাংশ মিললেও ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এটা ঠিক বুথ ফেরত সমীক্ষা মানেই তা নির্ভুল নয়। এটা কিংদাংশ মানুষের মতদানের উপর নির্ভর করে তৈরি।
এ বিষয়ে বিগত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা ধরা যেতে পারে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়েছিল ২৯ এপ্রিল। সেই দিন সন্ধ্যায় রাজ্য সহ সর্বভারতীয় টিভি চ্যানেল ও সমীক্ষক সংস্থাগুলি তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করে। তাতে দেখা বিজেপি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বাংলায় বিজেপি রাজ শুরু হতে চলেছে বলে জোর প্রচার শুরু হয়ে যায়। এই গুঞ্জনের পিছনে কারণ হল, বুথ ফেরত সমীক্ষার ফল। ২০২১ সালে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার যে চিত্র সামনে এসেছিল তাতে দেখা যায়, সমীক্ষক সংস্থা টুডেস চাণক্য ১৬৯-১৯টি আসন দেয় তৃণমূলকে। বিজেপিকে ৯৭-১১৯টি আসন। আর কংগ্রেস-সিপিএম জোটকে দেয় ০-৪টি আসন। একইভাবে এবিপি-সি ভোটার সমীক্ষা বলেছিল তৃণমূল পাবে ১৫২-১৬৪টি আসন, বিজেপি পাবে ১৩৮-১৪৮টি আসন আর বাম-কংগ্রেস জোট পাবে ১১-২১টি আসন। প্রায় একই রকম সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে রিপাবলিক টিভি। বিজেপি ঘনিষ্ঠ রিপাবলিক টিভি বলেছিল ১২৮-১৩৮টি আসন পাবে তৃণমূল, বিজেপি পাবে ১৩৮-১৪৮টি আসন। এই সমীক্ষা রিপোর্ট দুটি শোরগোল ফেলে। কারণ, পশ্চিমবাংলায় সরকার গঠন করতে যেখানে ১৪৮টি আসনের প্রয়োজন সেখানে তাার বিজেপিকে ১৪৮টি আসন দিয়ে তৃণমূল সরকারের অবসান ঘটতে চলেছে বলে ইঙ্গিত দেয়। এছাড়া টাইমস নাউ বলেছিল তৃণমূল পাবে ১৫৮টি আসন, বিজেপি পাবে ১১৫টি আসন আর বাম জোট পাবে ১৯টি। কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচেনর ফলাফল ঘোষণার পর দেখা যায় টিভি চ্যানেল বা ভোট সমীক্ষক সংস্থাগুলি যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছিল তার সঙ্গে মেলেনি। বিজেপিকে ৭০টি আসনে থেমে যেতে হয়। আর তৃণমূল বুথ ফেরত সমীক্ষা রিপোর্টের চেয়ে অনেক বেশি আসন পায়।এবারের লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে ওইসব টিভি চ্যানেল ও সমীক্ষক সংস্থাগুলি। তাতে বিজেপিকে তৃণমূলের থেকে বেশি আসন বরাদ্দ করা হয়েছে। বিধানসভা নির্বাচনের সময় বুথ ফেরত সমীক্ষায় ব্যর্থ এবিপি-সি ভোটার এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি ২৩-২৭টি আসন পেতে পারে বলেছে। রিপাবলিক টিভিও বলেছে বিজেপি পাবে ২২টি আসন আর তৃণমূল পাবে ২০টি আসন। ফলে, তাদের এবারের বুথ ফেরত সমীক্ষা যে নির্ভুল তা এখই বলা যাবে না। যদিও, তাদের সেই সমীক্ষা রিপোর্টকে সন্দেহের চোখে রাখার মূলে টিভি-৯ বাংলা। তাদের সমীক্ষায় তৃণমূলের আসন বৃদ্ধি করে ২৪, আর বিজেপর আসন কমিয়ে ১৭ দেখানোয় স্বভাবতই প্রশ্ন উঠছে এবারের বুথ ফেরত সমীক্ষা সত্যিই মিলবে তো? নাকি গত বিধানসভা নির্বাচনের মতো বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট মিলবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct