শেখ রিয়াজউদ্দিন, বীরভূম, আপনজন: মুমূর্ষু রোগীর জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদান করে মানবিকতার নজির সৃষ্টি করলেন বীরভূম জেলার কাষ্ঠগড়া গ্রামের বাসিন্দা তথা সাংবাদিক আজিম সেখ। শিক্ষার সম্মান আরো উজ্জ্বলতার প্রকাশ পায় যখন, কোনো শিক্ষিত সমাজের কর্মী সমাজের পথে সঠিক কর্মটা প্রকাশ করে জহির উদ্দীন আলী নামে এক ৪৫ বছরে পুরুষের খুবই রক্তের প্রয়োজনে চারিদিকে খোঁজা খুঁজি করে রক্ত না পাওয়ায়।আব্বাস উদ্দীন শেখ নামে এক যুবক ফোন করে আজিম সেখের সঙ্গে যোগাযোগ করেন।আজিম শেখ বলেন আগামী কাল সকালে গিয়ে রক্ত দিয়ে আসছি। তৎক্ষণাৎ রওনা দেন আজিম সেখ, পেশায় সাংবাদিকতা করেন তিনি নিজের কাজ রেখে যথা রীতি বীরভূম থেকে দুর্গাপুর আই কিউ হসপিটালে তীব্র দাবদাহে ১১০ কিমি পথ গিয়ে রক্ত দিয়ে আসেন। আজিম সেখ জানান আব্বাস উদ্দীন শেখ আমার দাদা উনি দুর্গাপুর আই কিউ হসপিটালে কর্মরত স্টাফ। উনি আমার যাবার আগেই এক ইউনিট রক্ত ব্যাবস্থা করে দিয়েছেন। আব্বাস দা আমাকে যখন ফোন করে তখন শুধু জানতাম এক বা দুই উনিট রক্ত দিলেই চলবে। কিন্তু আজ দুর্গাপুর আই কিউ হসপিটালে ব্লাড ব্যাংকে গিয়ে ম্যাডামের কথামতো তাঁদের স্টক বোর্ড দেকলাম তাতে সামান্য কিচ্ছু ব্লাড স্টক রয়েছে।আর রুগীর সংখ্যা অসংখ্য। আমরা বেশির ভাগ সময় প্রতিটি হাসপাতালের স্টাফ দের ভুল বুঝি। প্রতিটি পরিবারের কাছে আমার একটাই অনুরোধ পরিবার পিছু একজন রক্ত দেবার জন্য এগিয়ে আসুন। তাহলেই দেখবেন কোন মানুষ রক্তের অভাবে মারা যাবে না। এছাড়াও রক্ত রাখার জায়গা থাকবে না ব্লাড ব্যাংকে। আমরা যেমন অনলাইন ও হোয়াট অ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে সরাসরি রক্ত দিয়ে থাকি। রক্ত দিয়ে মানবতার পরিচয় দিন আপনিও। রক্ত দানের মতো পৃথিবীতে এর থেকে আনন্দের আর কোনো কিছুই হতে পারেনা। পেসেন্ট এই কষ্টের মূহুর্তে মুখে হাসি আনতে পেরে আজিম সেখ আনন্দিত। রক্ত সবার লাল। রক্তে নেই কোন ধর্ম নেই কোনো যাতপাত তাই সকলে এগিয়ে আসুন এক সাথে এই মহান কাজে যুক্ত হয়। রক্তদান মহৎ দান। মনে রাখবেন”বর্ণ অনেক ,ধর্ম অনেক কিন্তু রক্ত এক”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct