সাদ্দাম হোসেন মিদ্দে, ক্যানিং, আপনজন: আজ কলকাতার ২ টি ও উত্তর চব্বিশ পরগনার ৩ টি আসনের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৪ টি লোকসভা আসনেও ভোট গ্রহণ। এর মধ্যে জয়নগর, যাদবপুর ও ডায়মন্ডহারবার কেন্দ্রে তৃণমূলের বিশেষ দ্বায়িত্ব রয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক, ক্যানিং পূর্বর বিধায়ক সওকাত মোল্লা। কিন্তু নির্বাচন কমিশনের বিধিনিষেধের কোপে পড়তে হল তাঁকে। আজ সপ্তম তথা শেষ দফার ভোটের দিন সওকাত মোল্লা তাঁর নিজের কেন্দ্র জয়নগর লোকসভার ক্যানিং পূর্ব এলাকার বাইরে বেরোতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নিজের লোকসভা কেন্দ্র ছাড়াও যাদবপুরের ভাঙড় ও ডায়মন্ডহারবারের সাতগাছিয়া বিধানসভার তৃণমূল দলের বিশেষ দায়িত্ব পালন করছেন সওকাত। কমিশনের বিধিনিষেধের পর সওকাত মোল্লার প্রতিক্রিয়া, “ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলের দ্বারা ব্যবহৃত হচ্ছে এটা তার প্রমাণ। আমরা বিজেপি পার্টির মতো হটকারী নই। কমিশনের যা সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct