নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: মোদির ধ্যানের প্রচার বন্ধের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’-এর মোদির ধ্যানের প্রচার বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের কলকাতা অফিসে শুক্রবার স্মারকলিপি জমা দিল ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’। রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে আলোচনায় মঞ্চের প্রতিনিধিরা বিভিন্ন দাবি-দাওয়া জানান। জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, অষ্টাদশ লোকসভার নির্বাচন প্রায় শেষ লগ্নে। কাল শনিবার ১ জুন সপ্তম দফায় ভোট নেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ভোটের ৩৬ ঘণ্টা আগে শেষ দফার প্রচারও সমাপ্ত হয়েছে। তথাপি কমিশনের আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের দিনেও প্রচার জারির চেষ্টা হচ্ছে। যা সরাসরি সংবাদমাধ্যমে সম্প্রচারেরও বন্দোবস্ত করা হয়েছে বলে খবরে প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে এক নতুন উপায় চালু করেছেন, সেটা হল মেডিটেশন বা ধ্যান। দেশজুড়ে নির্বাচন প্রক্রিয়া চলাকালে তিনি লাগাতার বিদ্বেষ, বিভাজন করে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের মনে ভীতি সঞ্চার করতে তিনি এসব করে চলেছেন। ভারতের মতো দেশে যেখানে ৯৭ শতাংশ মানুষ ধর্মে বিশ্বাসী এবং ধর্মনিরপেক্ষতা হল আমাদের সংবিধানের প্রাণভোমরা। এদেশে সব মানুষেরই ধর্মীয় অনুশীলনের অধিকার দিয়েছে সংবিধান। কিন্তু বিশেষত ভোট চলাকালে রাজনীতির সঙ্গে নির্লজ্জভাবে ধর্মের সংমিশ্রণ ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা করছেন, তার নজির বিশ্বের কোথাও নেই। সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের তরফে এই জায়গায় তীব্র আপত্তি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, কোনও হিন্দু ধর্মগুরু বা ধর্মীয়নেতাকে কখনও নিউজ চ্যানেলের ক্যামেরার সামনে লাইভ ধ্যান করতে দেখা যায়নি। মঞ্চের তরফে এও বলা হয়েছে, কোনও ব্যক্তি বিশেষের ধর্মাচরণ বা অনুশীলনের ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। কিন্তু সাড়ম্বরে তার প্রচার নির্বাচনী আচরণবিধির লংঘন।সুতরাং মঞ্চের দাবি হল, নরেন্দ্র মোদির ধ্যান সংক্রান্ত সব ধরনের প্রচার, সম্প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এদিন কলকাতা নির্বাচন কমিশনের অফিসে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের তরফে দাবি সংবলিত স্মারকলিপি দিতে গিয়েছিলেন মঞ্চের আহ্বায়ক ছোটন দাস, শক্তিমান ঘোষ, প্রসূণ ভৌমিক, পরমানন্দ গিরি মহারাজ ও সুজাউদ্দীন আহমেদ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct