সাদ্দাম হোসেন মিদ্দে, যাদবপুর, আপনজন: আজ শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুরে ভোট গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। তবে মূল লড়াই তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে। লড়াইয়ে রয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টও। তৃণমূল কংগ্রেসের হয় ঘাসফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতার গল্ফগ্রীনের বাসিন্দা সায়নী ঘোষ। ভারতীয় জনতা পার্টির হয়ে পদ্মফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। ভারতের কমিউনিস্ট পার্টির হয়ে তারা হাতুড়ি কাস্তে চিহ্নে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন কলকাতার কসবার বাসিন্দা সৃজন ভট্টাচার্য। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের পক্ষে খাম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বাসিন্দা এ্যাডভোকেট নুর আলম খান।
এসই্উসিআইয়ের হযে টর্চ লাইট চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্পনা নস্কর দত্ত। বহুজন সমাজ পার্টির হয়ে হাতি চিহ্নে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন সন্দীপ নাথ। মূল নিবাসী পার্টি অব ইন্ডিয়ার হয়ে খেলার বাঁশি চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোপান সরদার। ৭ জন প্রার্থী দলীয় প্রতীক নিয়ে লড়ছেন। নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। নির্দল প্রার্থীদের মধ্যে অরুপ সরকার লড়ছেন গ্যাস স্টোভ চিহ্নে, চন্দ্রচূড় গোস্বামী লড়ছেন নারকেল বাগান চিহ্নে, তনুশ্রী মন্ডল লড়ছেন হাওয়াই চটি চিহ্নে, দীপক সরকার মাইক চিহ্নে লড়ছেন, পূর্নিমা দেবনাথ ট্রে চিহ্নে লড়ছেন, বলরাম মন্ডল লড়ছেন খাটিয়া চিহ্নে, ক্যারাম বোর্ড চিহ্নে লড়ছেন রঞ্জিত কুমার মন্ডল, শংকর মন্ডল লড়ছেন বড়পাত্র চিহ্নে এবং হোসেন গাজী লড়ছেন গ্যাস সিলিন্ডার চিহ্নে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যাদবপুর সংসদীয় আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ জয়লাভ করবেন। দ্বিতীয় হতে পারেন ভারতীয় জনতা পার্টির ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। জোট ভেস্তে যাওয়ার কারণে সিপিএম ও আইএসএফ আলাদা করে প্রার্থী দিয়েছেন এখানে। ফলে সিপিআইএম প্রার্থী গীতিকার সৃজন ভট্টাচার্য ও আইএসএফ প্রার্থী নুর আলম খানের মধ্যে কে তৃতীয় হবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না বিশ্লেষকরা। ফলে তৃতীয় স্থান অর্জন নিয়ে কৌতুহল রয়েছে জনমানসে। উল্লেখ্য ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের অভিনেত্রী প্রার্থী মিমি চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির অধ্যাপক অনুপম হাজরাকে পরাজিত করে জয়ী হয়েছিলেন। তৃতীয় হয়েছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct