হাসান লস্কর, কুলতলি, আপনজন: মৎসজীবীদের ক্ষোভকে বাড়তে না দিয়ে ভোটের দুদিন আগে বাঘের আক্রমনে নিহত মৎসজীবী অমল দন্ডপাটের বিধবা পত্নী তপতী দন্ডপাটকে রাজ্য বন দপ্তর ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকার চেক দিল। বাঘের আক্রমণে নিহত আরেক মৎসজীবী দিলীপ সর্দারের বিধবা পত্নী শেফালি সর্দার আজ ক্যানিং বনদপ্তরের অফিসে আসতে না পারায় তাকে সোমবার চেক দেবে বলে ক্যানিং বনদপ্তর জানিয়ে দিয়েছে এপিডিআর এর প্রতিনিধিদের। এর আগে আদালত আদেশ দেওয়ার কয়েকদিনের মধ্যেই ক্ষতিপূরণের চেক দিয়ে দিয়েছে বন দপ্তর। এবার দেরি করায় মৎসজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।এপিডিআর এর মাধ্যমে তারা বন দপ্তরে মিছিল করে গিয়ে গণ ডেপুটেশন দেওয়ার প্রস্তুতি শুরু করে। বন দপ্তর আজ ক্ষতিপূরণ দিয়ে দেওয়ায় মৎসজীবীদের নিয়ে সেই কর্মসূচি আর করবে না এপিডিআর। প্রসঙ্গত গত ৭ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজ্লাসে সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত দুজন মৎসজীবীর বিধবা (বাঘ বিধবা) স্ত্রীদের সরকারি ক্ষতিপূরণের দাবীতে মামলার শুনানি হয়। দুটি মামলাতেই বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, চার সপ্তাহের মধ্যে আবেদনকারীদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ নি:শর্তে মিটিয়ে দিতে হবে। আবেদনকারীদের তরফে আইনজীবী ছিলেন কৌশিক গুপ্ত এবং শ্রীময়ী মুখার্জি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct