আপনজন ডেস্ক: পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।ইসরায়েল দখলকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। গত সপ্তাহে রাফাহ থেকে হৃদয় বিদারক ফুটেজ আসার পর পরিস্থিতি আরও উদ্বিগ্ন হয়ে ওঠে। রাফায় ইসরায়েল প্রাণঘাতী হামলা চালিয়ে ৪০ জনেরও বেশি মানুষকে হত্যা করে যাদের অধিকাংশ নারী ও শিশু।এ নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় ওঠে। তবে আন্তর্জাতিক বিচার আদালত রাফাহতে হামলা বন্ধের নির্দেশ দিলেও ইসরায়েল সেখানে হামলা অব্যাহত রেখেছে।ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা বলেন, এখন খুবই কঠিন সময়, বিশেষ করে গাজায় যা ঘটছে তার কারণে। এই সপ্তাহে আমরা রাফায় যা দেখলাম তা হৃদয় বিদারক। এই মুহূর্তগুলোর সাক্ষী হওয়া হৃদয়বিদারক ও আতঙ্কজনক। মানুষ এতটাই ক্ষুব্ধ এবং বিশ্বাস করতে পারছে না, আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটতে পারে!এই শিক্ষা আন্দোলনকর্মী বলেন, যখন তিনি চিন্তা করেন যে গাজার ফিলিস্তিনিরা কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তখন তিনি কল্পনাও করতে পারবেন না কী নৃশংসতা এবং যন্ত্রণায় তারা রয়েছে।তিনি বলেন, এই মুহূর্তে আমার কাছে মনে হয়, মানুষকে মানবিক করে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct