বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: বারুইপুরে এক বছর আগে বেগমপুরে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার হয়েছিল অনেকজন। আবারো সেই পুনরাবৃত্তি হল শুক্রবার। বারুইপুরে এক সপ্তম শ্রেণীর ছাত্রকে চুরির অপবাদে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর থানা এলাকার পশ্চিম দমদমা। মৃতের স্কুল ছাত্রের নাম প্রবীত্র সরদার। মৃতের পরিবারের সূত্রের খবর মামার বাড়িতে বেড়াতে এসেছিল প্রবীত্র সরদার । তার বিরুদ্ধে অভিযোগ বিরাজা মুক্তি মার্গ পিঠ নামে একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পবিত্রর মা বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ কিছু বলতে চায়নি। পুলিশ পবিত্র নিথর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। বেলা গড়াতে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আশ্রম চত্বরে ঘিরে ফেলে সাধারণ মানুষ। তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি বারুইপুর থানা পুলিশের আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গ্রামবাসীকে আশ্বাস দেন এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হবে দোষী অবিলম্বে গ্রেপ্তার হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct