আপনজন ডেস্ক: ১৯ এপ্রিল থেকে ৪৪ দিন ধরে চলা লোকসভা নির্বাচনের চূড়ান্ত ভোট ১ জুন ভারতে চূড়ান্ত ভোট হবে। সপ্তম পর্যায়ে সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘিরে ফেলা হবে। পশ্চিমবঙ্গের বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, দমদম, জয়নগর, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর ও মথুরাপুর লোকসভা কেন্দ্রগুলি এই চূড়ান্ত দফায় অংশ নেবে। এই ৯টি লোকসভা কেন্দ্রে মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও মোট ৩৩,২৯২ রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। তবে, নজরে রাজ্যের সাতটি কেন্দ্র্ সেগুলি হল: কলকাতা দক্ষিণ: ১৯৭০-এর দশকের গোড়া থেকেই কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্রটি রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের মালা রায়ের বিরুদ্ধে লড়ছেন সিপিএমের শায়রা শাহ হালিম। আর বিজেপির সুশ্রী দেবশ্রী চৌধুরি।
কলকাতা উত্তর: কলকাতা উত্তরে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র প্রতিযোগিতা। এবার তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায় প্রার্থী বিজেপির।
যাদবপুর: যথেষ্ট বুদ্ধিজীবী ও শহুরে ভোটার অধ্যুষিত যাদবপুরে সাধারণত তৃণমূল ও সিপিএমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। এবারের নির্বাচনে সিপিএমের সৃজন ভট্টাচার্য, তৃণমূলের অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া সায়নী ঘোষ এবং প্রবীণ বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের ত্রিমুখী প্রতিযোগিতা। আইএসএফ প্রার্থী দিয়ে প্রতিযোগিতার ময়দানেও।
ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থে। সিপিএমের প্রতীকুর রহমান ও বিজেপির অভিজিৎ দাসের বিরুদ্ধে ত্রিমুখী লড়াইয়ে নেমেছেন তিনি। যদিও ময়দানে আছেন আইএসএফ প্রার্থীও।
বসিরহাট: বসিরহাট লোকসভা কেন্দ্র আলোচনার কেন্দ্রবিন্দু সন্দেশখালি কাণ্ডকে ঘিরে। তৃণমূলের হাজি নুরুল আগেও এই কেন্দ্রের সাংসদ ছিলেন। এবার ফের তার পরীক্ষা। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ৯টি কেন্দ্রে বুথের খতিয়ান দিয়েছে। কলকাতা উত্তরে মোট ভোট কেন্দ্র ১৮৬৯ স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৬। কলকাতা দক্ষিণে মোট ভোট কেন্দ্ৰ ২০৭৮ স্পর্শকাতর বুথের সংখ্যা ১১৭। যাদবপুরে মোট ভোট কেন্দ্ৰ ২১২০ স্পর্শকাতর বুথের সংখ্যা ৩২৩। ডায়মন্ড হারবারে মোট ভোট কেন্দ্ৰ ১৯৬১ স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯৮। জয়নগরে মোট ভোট কেন্দ্ৰ ১৮৭৯। স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৮৬
বারাসাতে মোট ভোট কেন্দ্ৰ ১৯৯১ স্পর্শকাতর বুথের সংখ্যা ২৭০।
বসিরহাটে মোট ভোটকেন্দ্ৰ ১৮৮২ স্পর্শকাতর বুথের সংখ্যা ১০৯৬।
মথুরাপুরে মোট ভোটকেন্দ্ৰ ১৮৯৮ স্পর্শকাতর বুথের সংখ্যা ৪২০।
দমদমে মোট ভোটকেন্দ্ৰ ১৭৯২ স্পর্শকাতর বুথের সংখ্যা ৫৭২।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct