আপনজন ডেস্ক: ক্রমেই দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন দিলো ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো সিটির লোমাস ডি চ্যাপুলটেপেক এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে মুখোশ পরে বিক্ষোভ করছিল বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের পথ আটকে রাখায় দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে সেখানে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মেক্সিকান ফিলিস্তিনপন্থিরা। সেই অনুযায়ী লোমাস ডি শাপুলটেপেকে বুধবার জড়ো হন প্রায় ২০০ ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী কিন্তু দাঙ্গা পুলিশ আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়ায় তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের।এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে এবং বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেল কুড়িয়ে নিয়ে পাল্টা হামলা চালায়। এসময় বিক্ষোভকারীরা দূতাবাসের বাইরে আগুন ধরিয়ে দেয়।মেক্সিকান পুলিশ অবশ্য জানিয়েছে, মেক্সিকো সিটির লোমাস ডি শাপুলটেপেক এলাকায় অবস্থিত ইসরায়েলের দূতাবাসে আগুনে দেয়াল ও দেয়ালের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন সামনে এগিয়ে এসে ব্যারিকেড সরানোর চেষ্টা করছেন, আর পেছন থেকে কয়েকজন বিক্ষোভকারী দূতাবাস লক্ষ্য করে পাথর ও মলোটভ ককটেল (পেট্রোল বোমা) ছুড়ে মারছেন। আগুন লেগেছে এই পেট্রোল বোমার জেরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct