মোহাম্মদ জাকারিয়া, রায়গঞ্জ, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রহাটপুর প্রাথমিক বিদ্যালয়ের প্যারাটিচার হাবিবুর রহমানের মর্মান্তিক আত্মহত্যার ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খেতে থাকা হাবিবুর রহমান প্রবল আর্থিক অনটনের দরুন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়েছেন বলে জানা গেছে। করণদিঘির ব্লকের রানিগঞ্জ পঞ্চায়েতের রহাটপুর গ্রামের মৃত আব্দুল হাই বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান। দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে তার। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তার মৃতদেহ দেখতে পাই। পরিবারের সদস্যরা জানান, আর্থিক অনটনের কারণে তিনি দীর্ঘদিন ধরেই মানসিক চাপের মধ্যে ছিলেন। হাবিবুর রহমানের এই আত্মঘাতী সিদ্ধান্তে তার পরিবার এবং সহকর্মীরা শোকে ভেঙে পড়েছেন। হাবিবুর রহমান রহটপুর প্রাথমিক বিদ্যালয়ে প্যারাটিচার হিসেবে কাজ করতেন। তার বেতন অত্যন্ত সামান্য ছিল, যা দিয়ে পরিবারের দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাবিবুর প্রায়ই আর্থিক সমস্যা নিয়ে চিন্তিত থাকতেন এবং তার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পার্শ্ব শিক্ষকদের বেতনের নিম্নমান এবং কাজের চাপ তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে বলে মনে করা হচ্ছে। হাবিবুরের মৃতদেহ রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টেমের জন্য। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে পোস্টমর্টেম রিপোর্টের পরই প্রকৃত কারণ জানা যাবে। হাবিবুর রহমানের পরিবার এখন শোকের মধ্য দিয়ে যাচ্ছে। তার স্ত্রী ও সন্তানরা এই শোক কাটিয়ে উঠতে পারছেন না। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন হাবিবুর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct