আপনজন ডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৃহস্পতিবার ‘ধর্মীয় ও বিভেদমূলক’ ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার করার জন্য বিজেপিকে নিশানা করলেন। খাড়গে দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে ৪২১ বার ‘মন্দির-মসজিদ-মুসলিম’ সম্পর্কে কথা বলেছেন এবং ইন্ডিয়া জোট নিয়ে নানা ব্যঙ্গ করেছেন। খাড়গে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ইন্ডিয়া জোট নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করবে। তিনি বলেন, মানুষ ইন্ডিয়া জোটের দৃষ্টিভঙ্গিকে “সমর্থন” করেছেন। তারা বুঝেছেন বিজেপিকে আরও একবার ক্ষমতায় আনা হলে গণতন্ত্রের সমাপ্তি ঘটবে।সপ্তম ও শেষ দফার নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দৃঢ় আত্মবিশ্বাস, জনগণ ৪ জুন একটি বিকল্প সরকার গঠনের রায় দেবে এবং ইন্ডিয়া জোট দেশকে একটি ‘অন্তর্ভুক্তিমূলক, জাতীয়তাবাদী, উন্নয়নমূলক সরকার’ উপহার দেবে। মোদি ও বিজেপি নেতারা নজর ঘোরানোর আপ্রাণ চেষ্টা করেছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে কারণ ধর্ম, লিঙ্গ, বর্ণ ও ভাষার মানুষ গণতন্ত্র ও সংবিধান রক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন।তিনি বলেন, আপনি যদি বিজেপির প্রচার এবং গত ১৫ দিনে প্রধানমন্ত্রীর ভাষণের দিকে তাকান, তাহলে দেখবেন মোদি কংগ্রেসের নাম নিয়েছেন ২৩২ বার, নিজের নাম নিয়েছেন ৭৫৮ বার এবং ৫৭৩ বার তিনি ইন্ডিয়া জোট এবং বিরোধী দলগুলির সম্পর্কে কথা বলেছেন। কিন্তু একবারের জন্যও তিনি বেকারত্বের কথা বলেননি। এর থেকে বোঝা যায় উনি মানুষের সমস্যা নিয়ে কতটা উদ্বিগ্ন।জাতপাত বা সাম্প্রদায়িকতার ভিত্তিতে প্রচার না করার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি (মোদি) সমাজকে বিভক্ত করার জন্য ‘মন্দির, মসজিদ, মুসলিম’ এবং অন্যান্য ধর্মের বিষয়ে কথা বলেছেন। ‘মুসলিম, পাকিস্তান, সংখ্যালঘু’দের কথাও ২২৪ বার উল্লেখ করেছেন তিনি।দলিতদের প্রধানমন্ত্রী হওয়া উচিত বলে ইন্ডিয়া জোটের কিছু শরিকের দাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দলিত হওয়ায় তিনি দলের কাছ থেকে কিছু দাবি করেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিষয়টি বিরোধী জোটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এবারের নির্বাচনে মোদীর রেকর্ড ২০৬টি জনসভা করার বিষয়ে প্রশ্ন করা হলে খাড়গে বলেন, ২০১৪ এবং ২০১৯ সালে প্রধানমন্ত্রী এত প্রচার করেননি। তিনি এখন এত বেশি জনসভা করলেও হয়তো জানতে পারছেন বিজেপি আর সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct