আপনজন ডেস্ক: আগামী ১ জুন লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্ব তথা সপ্তম দফার ভোটগ্রহণ হওয়ার কথা। অন্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৯টি লোকসভা আসনেও শেষ দফার ভোট হবে। সেই কেন্দ্রগুলি হল বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, দমদম, জয়নগর, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এবং মথুরাপুর। এদিকে, নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগে যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত ১২ কিমি পথ হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষেরও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনে এদিন দক্ষিণ কলকাতাজুড়ে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। পদযাত্রা শুরুর আগে মুখ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নিয়ে বলছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি গণনা কেন্দ্রে কারচুপি না হয়, তবে বিজেপির ক্ষমতায় আসার কোনও সম্ভাবনাই নেই। ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। যাদবপুরে একটি জনসভায় জনতার উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া। কেন্দ্রীয় সরকার জনগণকে বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে মিথ্যা বলে এবং কোনও তহবিল দেয় না। কিন্তু তৃণমূল কংগ্রেস বিনামূল্যে রেশন, জল ও বিদ্যুৎ (অংশিক) দিয়ে থাকে। প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে তিনি বলেন, মোদি বিনামূল্যে গ্যাস দেওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন। এটি জনগণকে ১৫ লাখ টাকা দেওয়ার তার কাল্পনিক প্রতিশ্রুতির সমান। একই সঙ্গে মমতা বলেন, তিনি আর কোনো প্রধানমন্ত্রীকে এভাবে মিথ্যা বলতে দেখেননি। মমতা আরও বলেন, প্রতিবারই নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও প্রচারের আলোয় চলে আসেন মোদি। মমতার প্রশ্ন, প্রধানমন্ত্রী ধ্যানে বসতে পারেন, কিন্তু ক্যামেরার উপস্থিতিতে কেন? তারা ৫মিনিটের ফুটেজ দেখাবে, তবে বাকি সময় তাদের বিশ্রাম নিতে হবে। মমতা ভোট গণনার দিন সম্ভাব্য পরিস্থিতির কথা জনগণের কাছে তুলে ধরেন। তিনি বলেন, শুরুতে গণনা দেখে কেউ যেন তার দ্বারা প্রভাবিত না হন। একটি লোকসভার মধ্যে রয়েছে কয়েকটি বিধানসভা কেন্দ্র। যেহেতু নির্বাচন কমিশন তাদের (বিজেপি) অধীনে রয়েছে, তাই তারা প্রাথমিকভাবে দেখাবে বিজেপির এগিয়ে থাকা আমসনগুলি। কিন্তু যেগুলিতে আমরা বেশি ভোট পাব, সেগুলো দেখাবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct