আপনজন ডেস্ক: প্রবীণ বিজেপি নেতা এবং গুজরাটের রাজ্যসভার সদস্য রাম মোকারিয়া দাবি করেছে, তিনি রাজকোট পৌর কর্পোরেশনের দমকল বিভাগ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার জন্য ৭০,০০০ টাকা ঘুষ দিয়েছিলেন। রাজকোটের টিআরপি গেম জোন নামে একটি বিনোদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন দগ্ধ হওয়ার কয়েকদিন পর তিনি এই বিবৃতি দিলেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোকারিয়া রাজকোটে ব্যাপক দুর্নীতির কথা তুলে ধরতে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। বিজেপি নেতা আরও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি প্রায় পাঁচ বছর আগে ডেপুটি ফায়ার অফিসার বি জে থেবাকে ঘুষ দিয়েছিলেন যখন তিনি সবেমাত্র ব্যবসায়ী ছিলেন এবং রাজ্যসভায় নির্বাচিত হননি। মোকারিয়া একটি নামী কুরিয়ার কোম্পানির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ও ২০২১ সালে গুজরাত থেকে রাজ্যসভার এমপি হন। তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে একটি প্রকল্পের জন্য ফায়ার এনওসি পেতে আমি থেবাকে ৭০ হাজার টাকা ঘুষ দিয়েছিলাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct