নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: বুধবার হাওড়ার বাঙালবাবু ব্রিজের মাথায় হঠাৎ চড়ে বসলেন এক ভবঘুরে। এদিন পথচারীরা হঠাৎই লক্ষ্য করেন ব্রিজের উপরে উঠে পড়ে ওই যুবক বিপজ্জনকভাবে ঘোরাঘুরি করছেন। নিচেই রয়েছে রেলের হাইটেনশন লাইন। হাওড়া ফায়ার স্টেশনের কর্মীরা। অনেকক্ষণ ধরে তাঁকে নীচে নামাতে চেষ্টা করেন তাঁরা। শেষপর্যন্ত ওই যুবককে দমকলের দু’জন আধিকারিক ব্রিজ থেকে নামিয়ে আনতে সক্ষম হন। এরপর মানসিক ভারসাম্যহীন ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাওড়া ফায়ার স্টেশনের ওসি সোমনাথ প্রামাণিক জানান, সকলের নজর এড়িয়ে এদিন ব্রিজের মাথায় উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই যুবক। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গেই ওই যুবককে বুঝিয়ে-সুজিয়ে নিচে নামিয়ে আনেন। পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানোর প্রয়োজন রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct