মনিরুজ্জামান, বারাসত, আপনজন: বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি সেখ নুরুল ইসলামের সমর্থনে বুধবার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারাসাত ২ নম্বর ব্লকের দাদপুর,কীর্ত্তিপুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক সভা অনুষ্ঠিত হয়। বিজেপি নেতাদের কুমিরের কান্না বাংলার মানুষ বুঝে নিয়েছে। মানুষ ভোটিং মেশিনে শুধুই জোড়া ফুলের বোতামে চাপদেবে বলে মন্তব্য করেন বসিরহাট তৃণমূল নির্বাচনী কোর কমিটির অন্যতম সদস্য তথা তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি একেএম ফারহাদ। বিজেপি ও আইএসএফকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন,ভোট এলে ওদের কুমিরের কান্না শুরু হয়। অন্যদিকে সারাবছর মানুষের পরিষেবা দেওয়াই তৃণমূল কংগ্রেসের মূল চালিকাশক্তি। তিনি দৃঢ় কন্ঠে বলেন, ভয় পেয়েছে বিজেপি! কেন্দ্রে পালাবদলের চালিকাশক্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন, শান্তিপূর্ণ এলাকায় কিছু চক্রান্তকারীরা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু শান্তি সম্প্রীতি উন্নয়নের দল মা মাটি মানুষের দলের কর্মীরা ময়দানে থেকে অশান্তি দূর করেছে। পাশাপাশি তিনি বলেন, এখান থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দাদপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান মহঃ মনিরুল ইসলাম, কীর্ত্তিপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান আলী ও কীর্ত্তিপুর ২ নম্বর অঞ্চল সভাপতি এবং দাদপুর অঞ্চলের সভাপতি আমিনুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন কর্মীদের। তাঁরা বলেন এখান থেকে বিপুল ভোটে জয় নিশ্চিত। দাদপুর গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান মহঃ আব্দুল হাইয়ের কথায় এখানে বিরোধীদের কোনও স্থান নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, মেহেদী হাসান, নজিবুর রহমান, সহিদুল ইসলাম, রমা মন্ডল, তৃষ্ণা পাত্র, ইফতিকার উদ্দিন,আছের আলী মল্লিক, হাফিজুর রহমান, মনিরুজ্জামান, আসাদ আলি, মিজানুর রহমান মুন্না, তপন মুখার্জি, রবীন্দ্রনাথ, এসরাইল আলি, ইয়া নবী মোদি, সাহাবুদ্দিন, স্বপন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct