আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেয়াদ শেষ হওয়ার পর অস্থায়ী উপাচার্য পদে দায়িত্বভার সামলে ছিলেন সঞ্জয় কুমার মল্লিক। কিন্তু এই মুহূর্তে সঞ্জয় কুমার মল্লিকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাই বিশ্বভারতী নিজস্ব সংবিধান অনুযায়ী তিনি আর কর্মসমিতির সদস্য নন। উল্লেখ্য বিশ্বভারতী স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেয়াদ শেষ হতে ৯ নভেম্বর, ২০২৩ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক। কিন্তু সঞ্জয় কুমার মল্লিকের ২৫ শে মে মেয়াদ শেষ হয়ে গেছে তাই এই মুহূর্তে কর্ম সমিতির বর্ষিয়ান সদস্য পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মন্ডল নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন। অর্থাৎ ছয় মাসের মধ্যে ফের উপাচার্যের দায়িত্বভার বদল হল। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য দায়িত্ব নেওয়ার সাময়িক অস্থিরতা কাটল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct