আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় প্রদেশ লিম্পোপোতে মিনিবাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির অর্থনৈতিক কেন্দ্র জোহানেসবার্গ থেকে ৩২০ কিলোমিটার দূরে পোলোকওয়ানের বাইরে মহাসড়কে মঙ্গলবার এ দুর্ঘটনাটি ঘটে। দেশটির পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। কিন্তু প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, ঘন কুয়াশার মধ্যে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ হয়। জানা গেছে, ধ্বংসস্তূপ থেকে ট্রাকচালকসহ অন্তত দুজনের মরদেহ এখনো বের করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শনকারী আঞ্চলিক পরিবহনমন্ত্রী ফ্লোরেন্স রাডজিলানি বলেছেন, মিনিবাসের অধিকাংশ যাত্রীই কর্মস্থলে যাওয়া শিক্ষক। নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে তিনি বলেন, প্রদেশ হিসেবে আমরা সত্যিই বিধ্বস্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct