আপনজন ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ৩০টি এফ–১৬ যুদ্ধবিমান দিচ্ছে ইউরোপের দেশ বেলজিয়াম। মঙ্গলবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকসান্দার দ্য ক্রু ওই চুক্তিতে সই করেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এ বছর ইউক্রেনকে ৯৭ দশমিক ৭০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এছাড়া ১০ বছর মেয়াদি এ চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম।জানা গেছে, ৩০টি যুদ্ধবিমান ২০২৮ সালের মধ্যে সরবরাহ করবে বেলজিয়াম। এর মধ্যে প্রথম চালান সরবরাহ করা হবে ২০২৪ সালে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct