আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ায় আবারও ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। তাই ওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর দিগ নগর বাজার এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকারই রবি দেবনাথ নামে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন তখনই কৃষ্ণনগরের দিক থেকে কলকাতা যাওয়ার র উদ্দেশ্যে একটি লিচু বোঝাই গাড়ি প্রথমে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষমেষ সজোরে ব্রেক মারার জন্য উল্টে যায় , এবং ওই পথচারীর উপরেই চাপা পড়ে ম্যাটাডোর গাড়িটি। ঘটনাস্থলে পথচারী মারা যান সেখানেই। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, মৃত ব্যক্তির নাম রবি দেবনাথ পেশায় ভ্যানচালক। অত্যন্ত অভাবী পরিবারে স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ মোট ৪ সদস্য তার উপার্জনের উপরেই নির্ভরশীল ছিলেন। ঘটনাস্থলে ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ এবং রোড ট্রাফিক সহ ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ। তিন মাসে তিন তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যুর কারণে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, অত্যন্ত ব্যস্ততম এই এলাকায় স্কুল বাজার ব্যাংক পোস্ট অফিস থাকা সত্ত্বেও এখানে কোনো ওভারব্রিজ করা হয়নি। অন্যদিকে পরিবার এবং এলাকাবাসী দুর্ঘটনাস্থলে এসে বিক্ষোভের ফেটে পড়ে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে বিক্ষোভকারীদের সাথে কথা বলে পুলিশ প্রশাসন এরপর বিক্ষোভ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct