বাবলু প্রামানিক ও জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আজ, বুধবার বারুইপুরের সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রীর দাবি খারিজ করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর পূর্বের ফুলতলা সংলগ্ন সাগর সঙ্ঘের মাঠে জনসভা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। সেখান থেকেই মোদিকে জবাব দিলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার আজ এখানে সভা করার কথা ছিল না। তবে পরে মনে হল, বিজেপির মিথ্যাচারের জবাব দেওয়ার প্রয়োজন আছে। তাই এখানে এসেছি। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক বিজেপি। আপনি ওবিসি সার্টিফিকেট বাতিল করেছেন। আমি তা মানব না। যেমন চলছে তেমন চলবে। আপনি থাকবেন না, আপনার আয়ু ৪ জুন পর্যন্ত। উনি নাকি বলছেন সাইক্নোন আটকেছেন। রাজপ্রাসাদে বসে কাকদ্বীপের সাইক্লোন আটকেছেন। আমরা সারা রাত রাস্তায় থেকে দুর্যোগ মোকাবিলা করলাম। আর এখন উনি বলছেন সাইক্লোন আটকেছেন’।
মমতা বলেন, মিথ্যা কথার উত্তর দিতে এসেছি। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করে দেখাক। ওবিসি ক্যানসেল করিয়েছেন মোদি, নাম করেই তাকে কটাক্ষ করলেন মমতা। মিথ্যা ধ্যান করে। উনি দেবতার থেকেও বড় দেবতা, তাই উনি ধ্যান করবেন। জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানতেন। ওনার বাবা না নেই। উনি নাকি ঈশ্বরের দূত? ঈশ্বরের দূত খুন করে? চাকরি কেড়ে নেয়? ঈশ্বরের দূত ওবিসি কেড়ে নেয়? উনি যদি বুনো ওল হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘা তেতুল। সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন মমতা। টাকার বিনিময়ে প্রমশান করছে মোদির। এত বড় মিথ্যাবাদী প্রধান মন্ত্রী আমি কোথাও দেখিনি। সাইক্লোনের কোন খবর পর্যন্ত নেয় নি। এত মিথ্যা বললে দেশ কি শিখবে? বাচ্চারা কি শিখবে? আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন করবো। তাদেরকে জেতাবো। কিন্তু দয়া করে ভোট সিপিএম কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না। আমরাই পারি বিজেপিকে উৎখাত করতে, আমরা সে কাজ করবো। বাংলা সবদিক থেকে বাংলা এক নম্বর। বাঁধের জন্য কোন টাকা দেয় নি কেন্দ্র সরকার। রাজ্য সরকার নিজের উদ্যোগেই কংক্রিটের বাঁধ তৈরি করছে। বারুইপুর এর কাজের খতিয়ান দেন। বাড়ুইপুরে কোল্ড স্টোরেজ করতে হবে। ফুড প্রোসেসিং ইউনিট করতে হবে। বারুইপুরের পেয়ারা এক্সপোর্ট করতে হবে। লক্ষ্মীর ভান্ডার ভাঙতে এলে শিলনড়া দিয়ে দাঁতের গোড়া ভাঙবেন। মোদি সব বিক্রি করে দিয়েছে। এবার ক্ষমতায় এলে দেশটাই থাকবে না, রাজনৈতিক দল থাকবে না, ভোট থাকবে না। প্রধানমন্ত্রী বাংলায় এসে প্রচারে বলেছেন, এবার সবচেয়ে ভাল ফল বিজেপি করবে বাংলায়। এবার তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাবে বলেন, ‘উনি বুঝে গিয়েছেন, উনি হেরে যাবেন। বলছেন, বাংলায় নাকি উনি সবথেকে বেশি ভোট পাবেন। তার মানে উত্তরপ্রদেশে হেরে গিয়েছেন অলরেডি, বিহারে হেরে গিয়েছেন অলরেডি। ওঁর তাই এখন বাংলায় আসন চাই। বাংলায় উনি পাবেন না। বাংলা তোমায় কলা দেবে।’ অর্থাৎ বাংলায় বিজেপির এমন ফল হবে বলেই দাবি তাঁর। মমতা কেন্দ্রে ইন্ডিয়া জোটের সমর্থখনে কথা বলেন। তিনি বলেন, আমরা ইন্ডিয়া জোটকে সমর্থন করব। তাদেরকে জেতাবো। কিন্তু দয়া করে ভোট সিপিএম কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না। আমরাই পারি বিজেপিকে উৎখাত করতে, আমরা সে কাজ করবো। বাংলা সবদিক থেকে বাংলা এক নম্বর। বাঁধের জন্য কোন টাকা দেয় নি কেন্দ্র সরকার। রাজ্য সরকার নিজের উদ্যোগেই কংক্রিটের বাঁধ তৈরি করছে। তাই তৃণমূলের উন্নয়নকে ওকে টক্কর দেওয়ায় মত বিজেপি সিপিএমের কেউ নেই। মঞ্চে সর্বক্ষণ ছিলেন যাদবপুরের প্রার্থী সাযনী ঘোষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct