নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: সকাল থেকে ফারাক্কার বল্লালপুর থেকে ফারাক্কা ব্যারেজ পর্যন্ত জাতীয় সড়কে ব্যাপক যানজট। ফলে আটকে যাত্রীবাহী বাস। টোটো, অটো। একাধিক জায়গায় দুর্গভোগের কবলে এম্বুলেন্স। বাইক নিয়ে পারাপার করতে হিমসিম অবস্থা সাধারণ মানুষের। বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন যাত্রীরা। সমস্যায় পড়েছেন চিকিৎসা করতে যাওয়া রোগীরা। টানা কয়েকদিন ধরে এধরনের জ্যাম চলছে ফারাক্কায়। চরম নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে আমজনতার। যদিও কি কারণে তা এখনো স্পস্ট নয়। যদিও ট্রাফিক পুলিশের দাবি, ফারাক্কা ব্যারেজের শেষ দিকে মালদা প্রবেশের মুখে রাস্তায় গর্তের কারণে যানজট হচ্ছে। পাশাপাশি তাদের দাবি, উভয় লেনেই গাড়ি প্রবেশ করেই জ্যমের সৃষ্টি হয়েছে। জ্যাম নিরসনে পুলিশি হস্তক্ষেপের দাবি উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct