আপনজন ডেস্ক: রিচার্ড অ্যাটেনবরোর সিনেমার আগে মহাত্মা গান্ধিকে চিনত না বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, গান্ধিজিসম্পর্কে জানার জন্য একমাত্র প্রধানমন্ত্রীকেই সিনেমা দেখতে হবে। এবিপি নিউজের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, কংগ্রেস গান্ধিকে জনপ্রিয় করার জন্য খুব বেশি কিছু করেনি এবং ১৯৮২ সালের ছবিটি মুক্তি পাওয়ার পরেই বিশ্ব তার সম্পর্কে জানতে পারে।মোদি বলেন, মহাত্মা গান্ধি বিশ্বের এক মহান আত্মা ছিলেন। এই ৭৫ বছরে আমাদের কি দায়িত্ব ছিল না মহাত্মা গান্ধি সম্পর্কে বিশ্বকে জানানো? তার কথা কেউ জানত না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু পৃথিবীতে প্রথমবার তাঁকে নিয়ে কৌতূহল এসেছিল যখন গান্ধি চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। আমরা তা করিনি।রাহুল গান্ধি এক্স-এ একটি পোস্টে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মহাত্মা গান্ধি সম্পর্কে জানতে কেবল ‘পুরো রাষ্ট্রবিজ্ঞানের’ একজন ছাত্রকে ছবিটি দেখতে হবে। মোদি আরও দাবি করেন, গান্ধির আগে বিশ্ব মার্টিন লুথার কিং এবং নেলসন ম্যান্ডেলাকে চিনত।বিশ্ব যদি মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলাকে চিনত, গান্ধি তাদের চেয়ে কোনো অংশে কম ছিলেন না এবং আপনাকে তা মেনে নিতে হবে। বিশ্ব ভ্রমণের পর আমি এ কথা বলছি। আটলান্টার মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়ালে গান্ধির প্রতিকৃতি রয়েছে। মোদির মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ যোগাযোগ জয়রাম রমেশ বলেছেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর আমলে গান্ধির উত্তরাধিকারকে ধ্বংস করেছেন।যদি কেউ মহাত্মার উত্তরাধিকার ধ্বংস করে থাকেন, তবে তিনি স্বয়ং বিদায়ী প্রধানমন্ত্রী। তাঁর নিজের সরকারই বারাণসী, দিল্লি ও আহমেদাবাদে গান্ধিবাদী প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে। আরএসএস কর্মীদের এটাই পরিচয় যে তারা মহাত্মা গান্ধির জাতীয়তাবাদ জানে না। নাথুরাম গডসে গান্ধিজিকে হত্যা করেছিলেন তাদের আদর্শে তৈরি পরিবেশের জন্য।এ বিষয়ে রাহুল গান্ধি বলেন, এরা গান্ধিকে বোঝে না। ওরা শুধু গডসেকে বোঝে। গান্ধিজি সারা বিশ্বের কাছে প্রেরণা ছিলেন, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, অ্যালবার্ট আইনস্টাইন – প্রত্যেকেই গান্ধিজির কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। ভারতে কোটি কোটি মানুষ গান্ধির পথ অনুসরণ করে। যারা অসত্য ও হিংসা অনুসরণ করে তারা গান্ধিজিকে বুঝতে পারবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct