আপনজন ডেস্ক: তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী নয়াদিল্লি। বুধবার নয়াদিল্লির মুঙ্গেশপুরে ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই প্রথম ভারতের রাজধানীর তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলিসিয়াস ছাড়াল। দিল্লিতে অবস্থিত কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।বুধবার বেলা আড়াইটায় ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে মুঙ্গেশপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে নয়াদিল্লির নারেলা শহরের তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভারতের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ১০ দিন ধরে উত্তর ভারতের সমভূমি জুড়ে যে চরম তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে, তার ফলে কিছু রাজ্য কর্তৃপক্ষ তাপজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে স্কুল বন্ধ বা বাইরের কাজ থেকে সাময়িক বিরতি দেওয়ার নির্দেশ দিয়েছে।দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা বুধবার নির্দেশ দিয়েছেন, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামা পর্যন্ত নির্মাণ শ্রমিকদের দুপুর থেকে বিকেল ৩টে পর্যন্ত সবেতন বিরতি অব্যাহত রাখতে হবে। বাসযাত্রীদের স্বস্তি দিতে ও রাস্তায় পরিশোধিত বর্জ্য জল ছিটানোর জন্য মোতায়েন জলের ট্যাঙ্কারগুলিতে বাস ডিপোগুলিতে পানীয় জলের পাত্রের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।প্রচণ্ড তাপপ্রবাহের পরিস্থিতিতে বুধবার উত্তর ভারতের সমভূমির একাধিক স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে, তবে ভারতের আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়েছে।দেশের আবহাওয়া বিভাগ (আইএমডি) দ্বারা প্রকাশিত তাপপ্রবাহের সতর্কতা মানচিত্রে দেশের ৩৬ টি আবহাওয়া সংক্রান্ত মহকুমার মধ্যে কমপক্ষে আটটিকে রেড জোনের অধীনে রাখা হয়েছে, যার অর্থ “সমস্ত বয়সের মধ্যে তাপজনিত অসুস্থতা এবং হিট স্ট্রোকের খুব উচ্চ সম্ভাবনা” রয়েছে।আইএমডি জানিয়েছে, রাজস্থান, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি এবং উত্তরপ্রদেশের অনেক অংশে এবং বিহার, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। কোথাও সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা স্বাভাবিকের থেকেও বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct