আপনজন ডেস্ক: ‘টেক ব্রোস’ বা প্রযুক্তির মালিকরা বিশেষ করে সোশ্যাল মিডিয়া জায়ান্টরা যেমন মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক সবচেয়ে বড় স্বৈরাচার। শান্তিতে নোবেল জয়ী মারিয়া রেসা এই মন্তব্য করেছেন। মারিয়া রেসা ২০২১ সালে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করার জন্য শান্তিতে নোবেল জিতেছিলেন।মার্কিন-ফিলিপিনো এই সাংবাদিক ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক রদ্রিগো দুতার্তের আমলে দায়ের করা অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বেশ কয়েক বছর লড়াই করেছেন। তারপরও মারিয়া রেসার মতে, মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের সাথে তুলনা করলে ‘দুতার্তে খুব ছোট স্বৈরশাসক’।পাউইসে হেই সাহিত্য উৎসবে বক্তৃতা দিতে গিয়ে রেসা বলেন, জাকারবার্গ এবং মাস্ক প্রমাণ করেছেন যে আমরা সকলেই, সংস্কৃতি, ভাষা বা ভূগোল নির্বিশেষে, আমাদের মধ্যে পার্থক্যের চেয়ে অনেক বেশি মিল রয়েছে, কারণ আমাদের সকলকে একইভাবে পরিচালনা করা হচ্ছে।রেসার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের অনুভূতির বাঁক বদলে দিতে পারে। আর এটা আমাদের দেখা ও কাজের ধরনও বদলে দেয়।রেসা বলেন, অনলাইন পরিচয় রাজনীতি সম্পর্কে কথোপকথন সারা বিশ্বে মেরুকরণের অনুরূপ উদাহরণ সৃষ্টি করেছে। এই বিতর্কগুলোকে আমরা আমাদের স্বাধীন ইচ্ছা বলে মনে করি, কিন্তু সেগুলো তা নয়, বরং সেগুলোরও সীমাবদ্ধতা আছে। রেসা আরো বলেন, ফিলিপাইনে ধনী বনাম দরিদ্র ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিগত সমস্যা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’, রাশিয়ার উভয় পক্ষের উপর বোমাবর্ষণের প্রোপাগান্ডা – লক্ষ্য ছিল এগুলো মানুষকে বিশ্বাস করানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উন্মুক্ত বিস্ফোরণ। এসময় সন্তানদের পর্যাপ্ত বয়স (বোঝা শোনায় স্বতন্ত্রতা লাভ না করলে) না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে বিরত রাখার পরামর্শও দিয়েছেন মারিয়া রেসা। তার মতে এটা আসক্তিকর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct