আপনজন ডেস্ক: লেস্টার সিটিই তাঁদের কোচ এনজো মারেসকার সঙ্গে চেলসিকে কথা বলার অনুমতি দিয়েছিল। সুযোগটা চেলসি সম্ভবত ভালোভাবেই কাজে লাগাতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, মারেসকাকে কোচ বানাতে তাঁকে পাঁচ বছরের চুক্তির প্রস্তাব দিতে প্রস্তুত চেলসি। মারেসকাও এই প্রস্তাবে রাজি হবেন বলে জানিয়েছে গার্ডিয়ান।মাত্র এক মৌসুম কোচের দায়িত্ব পালনের পর পারস্পারিক সমঝোতার ভিত্তিতে চেলসি ছেড়েছেন মরিসিও পচেত্তিনো। ২১ মে বিবৃতির মাধ্যমে খবরটি জানিয়েছিল চেলসি। এরপর স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির কোচ হওয়ার দৌড়ে মারেসকার নাম বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছিল।ব্রাইটনের রবার্তো দে জেরবি, ব্রেন্টফোর্ডের টমাস ফ্রাঙ্ক ও ইপচউইচ টাউনের কিয়েরান ম্যাককেনাও ছিলেন চেলসির কোচ হওয়ার দৌড়ে। গার্ডিয়ান জানিয়েছে, নিজেদের স্কোয়াডে কৌশলগতভাবে প্রতিভাবান খেলোয়াড় থাকায় এবং মারেসকা বল দখলে রেখে খেলার দর্শনে বিশ্বাসী হওয়ায় এই ইতালিয়ানের সঙ্গে দুইয়ে–দুইয়ে চার মেলাতে চায় চেলসি।চেলসি যে মারেসকাকেই কোচ বানাতে চায়, সেটি এরই মধ্যে নিশ্চিত করে দিয়েছেন দলবদল নিয়ে নির্ভরযোগ্য সংবাদকর্মী ফাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ তাঁর পোস্ট, ‘এনজো মারেসকাকে প্রধান কোচ বানানোর সিদ্ধান্ত নিয়েছে চেলসি। চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৯ সালের জুনে, পাঁচ বছরের চুক্তি। এক বছর অর্থাৎ ২০৩০ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ আছে চুক্তিপত্রে।’মারেসকাকে চেলসির দীর্ঘমেয়াদি চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেওয়াটা একটু অদ্ভুত। কারণ, সর্বশেষ কোচ পচেত্তিনোর সঙ্গে চেলসি দীর্ঘমেয়াদি চুক্তি করেনি। দুই বছরের চুক্তির পাশাপাশি মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। গার্ডিয়ান জানিয়েছে, মারেসকা ইতিমধ্যেই লেস্টার ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। তাঁকে এ ব্যাপারে সাহায্য করছেন চেলসির দুই ক্রীড়া পরিচালক পল উইনস্ট্যানলি এবং লরেন্স স্টুয়ার্ট।
এ মৌসুমে চ্যাম্পিয়নশিপ (দ্বিতীয় বিভাগ) থেকে লেস্টারকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে এনেছেন ৪৪ বছর বয়সী মারেসকা। খেলোয়াড়ি ক্যারিয়ারে জুভেন্টাসের হয়ে সিরি ‘আ’ এবং সেভিয়ার হয়ে উয়েফা কাপ (ইউরোপা লিগ) জিতেছেন মারেসকা।তবে মারেসকাকে কোচ বানানোর প্রক্রিয়ায় চেলসির এখনো কিছু কাজ বাকি আছে। লেস্টারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, সে বিষয়ে দুই ক্লাবকে ঐকমত্যেও পৌঁছাতে হবে। গার্ডিয়ান জানিয়েছে, নিজেদের কোচকে ছাড়তে লেস্টার ১ কোটি পাউন্ড ক্ষতিপূরণ চায়।ইতালির বয়সভিত্তিক দল থেকে উঠে আসা সাবেক মিডফিল্ডার মারেসকা গত বছর লেস্টার কোচের দায়িত্ব নেন। তার আগে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাটান ২০২২–২৩ মৌসুম। ২০২১ সালে পার্মা কোচের দায়িত্ব নেওয়ার আগে ২০২০–২১ মৌসুমে সিটির এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের কোচের দায়িত্বে ছিলেন মারেসকা। সে সময় সিটির খুদেদের প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ টু (অনূর্ধ্ব–২১) শিরোপা জেতান।খেলোয়াড়ি জীবনে মারেসকা ২০০১–০২ মৌসুমে জুভেন্টাসের হয়ে সিরি ‘আ’ জেতার পথে জিনেদিন জিদান, আলেসান্দ্রো দেল পিয়েরো, এডগার ডেভিডসের মতো কিংবদন্তিদের সতীর্থ ছিলেন। এ ছাড়া ওয়েস্ট ব্রমউইচ, ফিওরেন্তিনা, মালাগা, সাম্পদোরিয়া ও পালের্মোর হয়ে খেলেছেন মারেসকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct