আপনজন ডেস্ক: অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিনটি দেশ। ঐ দেশ তিনটি হলো- স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।মঙ্গলবার (২৮ মে) দেশ তিনটি এ স্বীকৃতি দিল। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি ঘোষণা করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র পথ। তার দেশসহ নরওয়ে ও আয়ারল্যান্ডও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।স্প্যানিশ সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া বলেন, স্পেনের মন্ত্রিসভা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা বলছে, এ স্বীকৃতির উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা।এ স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানিয়েছেন। ফিলিস্তিনিরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। আর তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মাঝে স্পেন ও নরওয়ের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার। তারা ওইসব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct