নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: রেমাল ঝড়ের তাণ্ডবে রাতভর ছিলনা কারেন্ট,ভোরের দিকে বিদ্যুৎ সংযোগ আসতেই ফ্যানের সুইচ অন করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের!মৃত ওই যুবকের নাম অর্ণব মণ্ডল (২৭)।রেমাল ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়েছিল হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকেই বিদ্যুৎহীন ছিল উলুবেড়িয়া পুরসভার ২১ নং ওয়ার্ডের কুশবেড়িয়া। সোমবার এলাকায় বিদ্যুৎ এলেও মৃত ওই যুবকের বাড়ির চত্বরে ছিল না বিদ্যুৎ।অর্ণবের পাশেই ঘুমিয়ে ছিলেন তাঁর স্ত্রী ও আট মাসের সন্তান। মঙ্গলবার ভোরে বিদ্যুতের সংযোগ ফিরতেই ফ্যান চালানোর চেষ্টা করেন অর্ণব। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।পরিবার সূত্রের খবর,মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ ওই এলাকায় বিদ্যুৎ এলে অর্ণব পাখা চালানোর জন্য সুইচবোর্ডে বিদ্যুতের তার লাগাতে যান। সেই সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। অর্ণবের স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অর্ণব-কে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেই সময় ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct