মোল্লা মুয়াজ ইসলাম, চুরুলিয়া, আপনজন: অবজ্ঞা আর অবহেলার মাধ্যমে চলছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী, চুরুলিয়ার নজরুল মেলা । এর আগে নজরুলের ১০০ তম জন্ম জয়ন্তী নজরুল একাডেমির উদ্যোগে পরিচালিত হয়েছিল । সেই সময় চুরুলিয়া এসে উপস্থিত হয়েছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা । গোটা চুরুলিয়াকে সাজানো হয়েছিল সেই সময়। পরবর্তী ক্ষেত্রে গত চার বছর ধরে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নজরুল একাডেমী সহ নজরুল মেলার দায়িত্ব নিয়েছে কিন্তু সেই দায়িত্ব তারা যথা পালন করেনি ।১২৫ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে একটা নিমন্ত্রণ কার্ড পর্যন্ত ছাপানো হয়নি। যে সমস্ত অতিথি এবং শিল্পীরা আসছেন তারা কোথায় থাকবেন কি খাবেন কোন ব্যবস্থাপনা নেই । বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান যে লেবেলে মেলা হওয়ার কথা সেই লেবেলে কোনভাবেই মেলা হচ্ছে না । চুরুলিয়ার বেশিরভাগ মানুষ জানে না যে ১২৫ তম জন্ম জয়ন্তী পালিত করছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। অনুষ্ঠান কিভাবে হচ্ছে মানুষের কোন উচ্ছ্বাস নেই। অনেক স্টলের জন্য লক্ষ লক্ষ টাকা নেয়া হয়েছে কিন্তু গ্রামীণ যে মেলা সাধারণ মানুষের যে মেলা তাদের সেই উৎসব কোথাও চোখে পড়ছে না ।এই নিয়ে কবি পরিবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষোভ আছে ।তারা নিজেরাও চাইছে যে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সরিয়ে নিয়ে তারা আবার নিজেরাই নজরুল একাডেমির মাধ্যমে মেলা করবেন। গ্রামবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে প্রয়োজনে ভিক্ষা করে তারা নজরুলের জন্ম জয়ন্তী পালন করবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের অবজ্ঞা সহ্য করা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় উপাচার্য ,রেজিস্টার ,মেলার দায়িত্ব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে ব্যবস্থাপনা করেননি । যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের যোগ্যতা নিয়ে এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রশ্ন তুলেছেন । এত বড় মাপের কবির প্রতি অবজ্ঞা চুরুলিয়া বাসী মেনে নিতে পারছে না ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct