বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: মঙ্গলবার বারুইপুর সীতাকুণ্ডে সাগর সংঘের মাঠে জনসভায় বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে তৃণমূলের সঙ্গে এবার সিপিআইএমকেও নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারুইপুরে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রীর কটাক্ষ, তৃণমূল এবং সিপিআইএম আলাদা দল, কিন্তু তাদের দোকানে একই জিনিস পাওয়া যায়।ভোট না দিয়ে তৃণমূলকে শাস্তি দিন’ বললেন প্রধানমন্ত্রী। “তৃণমূল মা-কে ভয় দেখাচ্ছে, মাটির অপমান করছে। মহিলা বিধায়ককেও নিশানা করছে। ভোট না দিয়ে তৃণমূলকে শাস্তি দিন।” বললেন মোদি। তাঁর দাবি, সিএএ নিয়ে বিরোধিতা করা সত্ত্বেও মোদি ভয় পায়নি। কার্যকর করাও হয়েছে। এবার তৃণমূল সিএএ নিয়ে মিথ্যা ছড়াচ্ছে বলে উল্লেখ করেন মোদি। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে এ দিন বারুইপুরে জনসভা করার পাশাপাশি উত্তর কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ দিন বারুইপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘একশো জনের মধ্যে নব্বই জনকে প্রশ্ন করুন, জবাব পাবেন মোদিই ক্ষমতায় ফিরছে। তাহলে মোদির ফেরা যখন নিশ্চিত, তখন অন্য কোথাও ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন কেন?’এর পরেই তৃণমূলের সঙ্গে সিপিআইএমকেও একযোগে নিশানা করে নরেন্দ্র মোদি বলেন, ‘সিপিএম তৃণমূল আলাদা দল,কিন্তু তাদের দোকান একই। দুটি দলই ইন্ডিয়া জোটে রয়েছে। তারা বাংলাকে ধ্বংস করেছে। দুই দলই তোষণের রাজনীতি করে এবং গণতন্ত্র বিরোধী। পঞ্চায়েত, বিধানসভা অথবা লোকসভা, বাংলায় যে কোনও নির্বাচনে খুন, রক্তপাত ছাড়া হয় না। এখানে গণতন্ত্র বাঁচাতে পাহারা দিতে হয়। বাংলার সঙ্গে সুশাসনের কোনও সম্পর্ক নেই, বাংলায় দূরবীণ দিয়ে সুশাসন খুঁজতে হয়।’ নরেন্দ্র মোদির দাবি, সিপিআইএম আসলে তৃণমূলকেই সাহায্য করছে।ঘটনাচক্রে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার বার অভিযোগ করেছেন, বাংলায় সিপিআইএম এবং কংগ্রেস বিজেপিকেই সাহায্য করছে। এবার পাল্টা সেই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, গত লোকসভা নির্বাচনে বামেদের ভোট বিজেপির ঝুলিতে যাওয়া বাংলায় বিজেপির আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। ফলে শেষ দফার নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর হঠাৎ সিপিআইএমকে আক্রমণ, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদির দাবি তৃণমূল সহ ইন্ডিয়া জোট ধসে গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct