আপনজন ডেস্ক: মঙ্গলবার বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’র আপনাদের উন্নয়নের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এরা শুধু নিজেদের ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে চায় । সংবিধানের ক্ষতি হচ্ছে বলে চিৎকার করতে থাকা মানুষদের পশ্চিমবঙ্গে এসে দেখে যেতে বলুন। এখানকার ওবিসিদের ধোঁকা দিয়েছে তৃণমূল। আদালতে তা প্রকাশ্যে এসেছে। কলকাতা হাই কোর্ট বলেছে, ৭৭ মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা অসাংবিধানিক । তৃণমূল লক্ষ ওবিসি যুবদের অধিকার কেড়ে নিয়েছে জিহাদিদের মদত জোগানোর জন্য । আদালতের এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রীর রূপ দেখে আমি স্তম্ভিত। বিচারকদের উপর প্রশ্ন তোলা হচ্ছে । আমি তৃণমূলীদের প্রশ্ন করতে চাই, এ বার কি বিচারকদের পিছনেও গুন্ডা পাঠাবে! ন্যায়পালিকার গলা টিপছে তৃণমূল।অন্যদিকে, এদিন মোদি দ্বিতীয় জনসভা করেন বারুইপুরে, কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং যাদবপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যাযয়ের সমর্থনে।এই জনসভায় বাংলার দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও সিপিএমকে একই তুলিতে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মোদি বলেন, তারা একই মুদ্রার দুই পিঠ। সিপিএমকে ভোট দিলে তা তৃণমূলের কাছে যাবে। তৃণমূলকে শক্তিশালী করতে বামেদের ভোট দেবেন? সেই প্রশ্ন তোলেন জনগণের কাছে।মোদি এদিন তৃণমূল ও বামেদেরকে একই সঙ্গে সমালোচনা করেন। মোদি বলেন, তৃণমূল ও বামেরা দু’দলই ভারতীয় জোটের শরিক। দু’জনেই তোষণের রাজনীতি করেন। দুটোই গণতন্ত্র বিরোধী। পঞ্চায়েত ভোট হোক, পুরভোট হোক, বিধানসভা হোক বা লোকসভা, বাংলায় কোনও নির্বাচনই হিংসা ছাড়া হয় না।তিনি বলেন, তৃণমূলের রাজনীতি রক্তের রাজনীতি। তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। তাদের রাজনীতি শুধুই তাদের ভোট ব্যাংকের জন্য।মোদি আরও বলেন, “দেশ নিয়ে তৃণমূলের কি কোনও ভিশন আছে? বাংলার জন্য? তারা শুধু তাদের ভোট ব্যাংকের স্বার্থ রক্ষায় কাজ করে। তারা চায় যুবকরা দরিদ্র ও বেকার থাকুক, যাতে তারা তাদের দোকান চালু রাখতে পারে।তবে মোদি সিপিএমের সঙ্গে তৃণমূলকে এই আসনে বসানোয় প্রতিক্রিয়া জানান রাজ্য সিপিএমে সম্পাদক মুহাম্মদ সেলিম। তিনি বলেন, মমতা ও মোদি একই সুরে কথা বলছেন। শেষ দফায় আমাদের লড়াই সরাসরি কিছু কেন্দ্রে তৃণমূলের সঙ্গে এবং কিছু কেন্দ্রে বিজেপির সঙ্গে। সেই কারণেই ওরা আমাদের বন্দুক তাক করেছে। যদিও মমতা জানান, বাংলায় তৃণমূল কংগ্রেস একাই বিজেপির বিরুদ্ধে লড়ছে এবং তা চালিয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct