আপনজন ডেস্ক: এক যুগেরও বেশি সময় পর সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। রাষ্ট্রদূত হিসেবে ফয়সাল আল-মুজফেলকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।মূলত আরব লিগে পুনরায় অন্তর্ভুক্ত করার পর থেকে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে সৌদির।সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে ২০১২ সালে দেশটিতে বন্ধ হয়ে গিয়েছিল সৌদি দূতাবাস। এক যুগেরও বেশি সময় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর চলতি বছরের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় নিজেদের দূতাবাস চালু করে সৌদি আরব।এর আগে সিরিয়া গত বছর সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের দূতাবাস চালু করেছিল। ডিসেম্বরে তারা নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়।রোববার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফয়সাল আল মুজফেলকে নতুন রাষ্ট্রদূত হিসেবে সিরিয়ায় নিয়োগ করা হচ্ছে। মুজফেল ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক জোরদার করতে এবং সিরিয়ায় সৌদি আরবের স্বার্থ দেখাশোনা করতে কাজ করবেন। জানা গেছে, ২২ সদস্যের আরব লিগে সিরিয়াকে পুনরায় অন্তর্ভুক্ত করার এক বছর পর দেশটি সঙ্গে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে স্বাভাবিক হয়ে আস্তে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct