দিলীপ মজুমদার, কলকাতা, আপনজন: চারুবাসনার সুনয়নী আর্ট গ্যালারিতে (৩৮৮বি, প্রিন্স আনওয়ার শাহ রোড) ১৬ মে থেকে শুরু হয়েছে সুশান্ত দাসের একক চিত্র প্রদর্শনী--’সাগা অব নেচার’। চিত্রশিল্পে প্রথাগত শিক্ষা না থাকলেও সুশান্ত বরাবর চিত্রপ্রেমী। এর আগে তিনি বিভিন্ন নামকরা চিত্রশিল্পীর প্রদর্শনীর আয়োজন করেছেন ভারতের বিভিন্ন প্রান্তে। সে সব করতে করতে তিনি অত্যন্ত নীরবে এঁকে চলেছেন ছবি। সে সব ছবির একমাত্র বিষয় প্রকৃতি। শিল্পী সুশান্ত প্রকৃতিকে প্রাণময় মনে করেন।
তাঁর ছবিগুলিতে নানাভাবে সেই প্রাণময়তা দৃশ্যমান হয়ে উঠেছে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৬৫টি ছবি। চিত্রপ্রেমী মানুষজনের সঙ্গে এই প্রদর্শনী দেখতে এসেছেন সুব্রত গঙ্গোপাধ্যায় , সমীর আইচ , অঞ্জনা গুহ ঠাকুরতা , শমিতা বসু, প্রসেনজিৎ মুখার্জী , বিনোদ ভরদ্বাজ, যোগেন চৌধুরীর মতো বিশিষ্ট শিল্পীরা। যোগেন চৌধুরী বলেছেন, ‘সুশান্তের ছবি দেখে খুব আনন্দ পেলাম। সুন্দর প্রকৃতির ভাষা, অনুচ্চারিত বাণী। যা বোঝার ক্ষমতা সবার থাকে না । সেই সব না-বলা বাণী তার ছবিতে উচ্চারিত হয়েছে। ‘ মানুষের সহজাত বন্ধু প্রকৃতিকে নিয়ে সুশান্তের এই নিমগ্নতা দর্শককে আবিষ্ট করবে বলেই আমাদের মনে হয়। সুশান্ত বিনীতভাবে বলেছেন , ‘শিল্পের প্রকাশ বলতে যা বোঝায়, তা আমার কাছে প্রয়াস মাত্র। কেননা কোন কোন ক্ষেত্রে যুদ্ধটা অমীমাংসিত অধবা অসম্পূর্ণ থেকে গেছে। যে ভেবেছি তা প্রকাশ পায়নি। যা প্রকাশ পেয়েছে , তা হবতো ভেবে দেখি নি কদাচিৎ। আর সেখানেই আমার চর্চা ও প্রয়াস। প্রথাগত শিল্পশিক্ষা বলতে যা বোঝায় তা আমার নেই। যা অনুভব করেছি তাকেই প্রয়োগ করার চেষ্টা করেছি। বাকিটুকু সুধী দর্শকদের অনুভূতির উদ্দেশ্যে নিবেদন করলাম। এটা আমার প্রথম একক প্রদর্শনী। সংশোধনের সুযোগ প্রার্থনীয়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct