অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড় রিমাল কে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। বালুরঘাট পুরসভার বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়া, ঘরবাড়ি ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। যদিও ঘূর্ণিঝড় রিমালের মোকাবিলায় তৎপর বালুরঘাট পৌরসভা বলে জানিয়েছেন চেয়ারম্যান।উল্লেখ্য, প্রবল শক্তিতে আছড়ে পড়েছে সাইক্লোন রিমাল। রবিবার রাত এগারোটা নাগাদ বাংলার উপকূলে আছড়ে পড়েছে রিমাল। যার প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। জেলার বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে। জেলা সদর শহর বালুরঘাটেও বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়া, জল জমে যাওয়া এবং কিছু কিছু বাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার সামনে এসেছে।১৭ নম্বর ওয়ার্ডের ডাকাত কালীমন্দির এলাকায় গাছ ভেঙে পড়া, ১১ নম্বর ওয়ার্ডের হরিতলা এলাকায় ইলেকট্রিক তারে গাছের ডাল ভেঙে পড়া, ১৩ নম্বর ওয়ার্ডের মহন্ত পাড়া এলাকায় গাছ ভেঙে বাড়ি ক্ষয়ক্ষতি হওয়ার ঘটনার সামনে এসেছে। তবে খবর পাওয়ার পর তৎক্ষণাৎ সেই সমস্ত সমস্যা সমাধান করা হয়েছে পুরসভার তরফে বলেই জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান।এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, ‘সরকারিভাবে আমাদের কাছে যখন নির্দেশিকা এসেছিল তখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা বিপর্যয় মোকাবেলার টিমকে তৈরি থাকবার জন্য নির্দেশ দিয়েছিলাম। পাশাপাশি কন্ট্রোল রুমও আমরা খুলেছি। পাশাপাশি জমা জল বের করে দেবার জন্য পাম্প সেট রেডি রাখার ব্যবস্থা করেছি। আমাদের প্রত্যেকটি কাউন্সিলর তাঁদের ওয়ার্ডের খবর রাখছেন। সবদিক থেকে আমরা প্রস্তুত রয়েছি। যে সমস্ত এলাকা থেকে সমস্যার কথা আমাদের কাছে আসছে, তৎক্ষণাৎ সেই সমস্ত এলাকায় আমাদের বিপর্যয় মোকাবিলা দলের লোকেরা গিয়ে সমস্যার সমাধান করছেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct