মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে রিমালের ক্ষয় ক্ষতি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়। শেষ ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টিপাত হয়েছে ২৪.৩ মিলিমিটার। সোমবার বিকেল পর্যন্ত চারটি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন কেতুগ্রাম এক কেতুগ্রাম দুই রায়না দুই এবং পূর্বস্থলী ২ ব্লক। এছাড়াও ৩১ টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ২১৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দুর্ভাগ্যজনকভাবে দুজন মানুষ মারা যায় তরিতাদহ হয়ে। পূর্ব বর্ধমান জেলায় একটি মাত্র পশু মারা গেছে বলে জানান জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর। এছাড়াও জেলা জুড়ে ৪৩ টি বাড়ির অল্প বিস্তর ক্ষতি হয়েছে, এবং পাঁচটি বাড়ির পুরোপুরি ক্ষতি হয়েছে সেগুলো রায়না ২ ব্লকে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রিপলসহ জামা কাপড় বিলি শুরু হয়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে আরও জানানো হয় , রিমাল ঘূর্ণিঝড় গতকাল মাঝ রাতে আজকে পড়েছে এবং তারপর থেকে পুরো বর্ধমান জেলায় হালকা ঝড়ো হাওয়া কখনো কখনো ঝড়ের দাপট কিছুটা বেড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct